Ram Mandir: রামমন্দির উদ্বোধন হলে তবেই বলবেন কথা, ৩০ বছর কেন মুখবন্ধ বৃদ্ধার?
Ram Mandir Inauguration: গত ৩ দশক ধরে একটিও কথা বলেননি তিনি। অবশেষে ২২ জানুয়ারি তিনি ভঙ্গ করবেন নীরবতা।
অযোধ্যা : ২২ তারিখ রাম জন্মভূমিতে রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। সেদিকেই সকলের চোখ। সারা দেশে মেতেছে উদ্দীপনায়। বহু মানুষই নানা রকম প্রতিজ্ঞা নিয়েছেন এই দিনটির কথা মাথায় রেখে। কেউ পায়ে হেঁটে রাজ্যের পর রাজ্য পার করে যাচ্ছেন অযোধ্যায়। কেউ আবার সওয়ার হচ্ছেন সাইকেলে। তেমনই এই দিনটিতে ৩০ বছরের প্রতীক্ষার নিরসন হতে চলেছে ঝাড়খণ্ডের ৮৫ বছর বয়সী মহিলার।
গত ৩ দশক ধরে একটিও কথা বলেননি তিনি। অবশেষে ২২ জানুয়ারি তিনি ভঙ্গ করবেন নীরবতা। এক-দু ঘণ্টা কথা বলতে না পারলেই অনেকের অস্থির অস্থির লাগে। আর এই মহিলা মুখ বন্ধ রেখেছেন ৩০ বছর।
ওই বৃদ্ধার পরিবারের দাবি, ১৯৯২ সালে যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেদিন থেকেই দেবী সরস্বতী প্রতিজ্ঞা করেছিলেন যে, রাম মন্দিরের উদ্বোধন হলেই তিনি মৌনতা ভঙ্গ করবেন। মন্দিরের উদ্বোধন দেখতে সোমবার রাতে ট্রেনে চেপে উত্তরপ্রদেশের অযোধ্যার উদ্দেশে রওনা হয়েছেন ধানবাদের বাসিন্দা সরস্বতী দেবী।
ধানবাদের বাসিন্দা সরস্বতী দেবী অযোধ্যায় 'মৌনি মাতা' নামে পরিচিত। তিনি সাংকেতিক ভাষার মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে এতদিন ভাবপ্রকাশ করতেন। এছাড়়া খাতায় লিখেও যোগাযোগ স্থাপন করতেন। দিনে কথা বলতেন ১ ঘণ্টার জন্য। তবে তিনি ২০২০ সালে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেদিন থেকে তিনি সারাদিন নীরবতা পালন করে আসছেন।
২২ জানুয়ারি সরস্বতী দেবী তাঁর নীরবতা ভাঙবেন। সরস্বতী দেবীর ছোট ছেলে হরেরাম আগরওয়াল, পিটিআইকে জানিয়েছেন, '১৯৯২ সালের ৬ ডিসেম্বরে যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, তখন থেকে আমার মা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অপেক্ষা করছেন। নীরবতার শপথ নিয়েছিলেন তিনি। মন্দিরে অভিষেকের তারিখ ঘোষণার পর থেকেই তিনি খুব খুশি।'
বাগমারা ব্লকের ভানরার বাসিন্দা হরেরাম বলেন, 'সোমবার রাতে ধানবাদ রেলস্টেশন থেকে গঙ্গা-সুতলেজ এক্সপ্রেসে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হন তিনি। তিনি ২২ জানুয়ারি তার নীরবতা ভাঙবেন। তিনি বলেন, দেবীকে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন মহন্ত নৃত্য গোপাল দাসের শিষ্যরা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি চার কন্যা সহ আট সন্তানের জননী। ১৯৮৬ সালে তাঁর স্বামী দেবকিনন্দন আগরওয়ালের মৃত্যুর পর ভগবান রামের কাছে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং বেশিরভাগ সময় তীর্থযাত্রায় কাটিয়েছেন । সরস্বতী দেবী বর্তমানে তাঁর দ্বিতীয় সন্তান নন্দলাল আগরওয়ালের সঙ্গে ধানবাদের ধাইয়াতে থাকেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y