এক্সপ্লোর
Advertisement
ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল, জানাল কংগ্রেস
নয়াদিল্লি: ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান। আজ রায়পুরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলের নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভূপেশ বাঘেল। আমরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ঋণ মকুব করবেন এবং সাম্য, স্বচ্ছতা ও সততার ভিত্তিতে সরকার গঠন করবেন।’ কাল বিকেল পাঁচটায় শপথগ্রহণ করবেন বাঘেল। আজ তিনি রাজ্যপাল আনন্দীবেন পটেলের সঙ্গে দেখা করেছেন।
Celebrations are in order in Chhattisgarh as @Bhupesh_Baghel is appointed CM. We wish him the best as he forms a govt. of equality, transparency & integrity starting off with farm loan waiver for farmers as we promised. pic.twitter.com/7OqGcPi2eh
— Congress (@INCIndia) December 16, 2018
ছত্তিসগঢ়ের মতোই মধ্যপ্রদেশ ও রাজস্থানেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে টালবাহানা চলে। তবে এই দুই রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম আগেই ঘোষণা করা হয়। শুধু ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা বাকি ছিল। আজ সেই ঘোষণা হল। নয়া দায়িত্ব পাওয়ার পর বাঘেল বলেছেন, ‘উপমুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে কাল আমি শপথ নেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।’
ওবিসি নেতা বাঘেল পাঁচবারের বিধায়ক। তিনি ১৯৮৫ সালে যুব কংগ্রেসে যোগ দেন। ১৯৯৩ সালে প্রথমবার অবিভক্ত মধ্যপ্রদেশের বিধায়ক হন তিনি। ছত্তিসগঢ়ে অজিত যোগীর নেতৃত্বে প্রথম সরকারের রাজস্বমন্ত্রী হন বাঘেল। তিনি ২০১৪ সালের অক্টোবর থেকে ছত্তিসগঢ়ে কংগ্রেসের সভাপতি। এবার নয়া দায়িত্ব পেলেন এই কংগ্রেস নেতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement