Glacier collapse in Joshimath: মৃত ৭, নিখোঁজ ১৭০, জানাল স্টেট ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট সেন্টার
Massive Flood in Dhauliganga: ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা।
LIVE
Background
জোশীমঠ: উত্তরাখণ্ডের জোশীমঠে তুষারধস। যার জেরে আচমকা বাড়ল ধৌলিগঙ্গা নদীর জলস্তর। ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা। চামোলি জেলার তপোবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বেশ কয়েকটি হিমবাহেরও ক্ষতি হয়েছে। আনা হয়েছে বেশ কয়েকটি হেলিকপ্টার। খালি করা হচ্ছে আশপাশের গ্রাম, নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
#WATCH | Water level in Dhauliganga river rises suddenly following avalanche near a power project at Raini village in Tapovan area of Chamoli district. #Uttarakhand pic.twitter.com/syiokujhns
— ANI (@ANI) February 7, 2021
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত জানিয়েছেন, 'চামোলি জেলা থেকে বিপর্যয়ের খবর এসেছে। জেলা প্রশাসন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ গুজবে কান দেবেন না। সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।'
প্রাথমিকভাবে জানা গিয়েছে, জোশীমঠের রেনি অঞ্চলে একটি হিমবাহ ধসে পড়ার ফলে আশেপাশের গ্রামগুলি জলে ভেসে গিয়েছে। জলের তোড়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বহু মানুষ জলে ভেসে গিয়েছেন বলেও জানা গিয়েছে। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। উদ্ধারকার্য শুরু হয়েছে। চামোলির জেলাশাসক ধৌলিগঙ্গার আশেপাশের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।