এক্সপ্লোর
Advertisement
কংগ্রেসের জন্য অনেক অপেক্ষা করেছি, এবার মধ্যপ্রদেশ ভোটের ব্যাপারে কথা বলব বিএসপি, গন্ডোয়ানা গণতন্ত্র পার্টির সঙ্গে, মায়াবতীর পর ‘বেসুরো’ অখিলেশও
লখনউ: মায়াবতীর পর মধ্যপ্রদেশে অখিলেশ সিংহ যাদবও কি কংগ্রেসকে ত্যাগ করছেন? শনিবার সমাজবাদী পার্টি (সপা) সভাপতির কথায় তেমনই আভাস, ইঙ্গিত পাওয়া গেল। কংগ্রেস একগুঁয়ে, একবগ্গা আচরণ করছে, তাঁর দলকে শেষ করে দিতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ তুলে দিনকয়েক আগে মায়াবতী জানিয়ে দিয়েছেন, হয় মধ্যপ্রদেশে তিনি একার শক্তিতে লড়বেন বা সেখানকার স্থানীয় দলগুলির সঙ্গে হাত মেলাবেন, কিন্তু কংগ্রেসের সঙ্গে যাবেন না।
এবার অখিলেশও রাহুল গাঁধীর নেতৃত্বাধীন কংগ্রেসের দিকে আঙুল তুলে বললেন, কংগ্রেসের জন্য অনেক অনেক, সুদীর্ঘ সময় অপেক্ষা করেছি। আর কতদিন অপেক্ষায় থাকব? এবার আমরা মধ্যপ্রদেশ বিধানসভার জন্য গন্ডোয়ানা গণতন্ত্র পার্টি (জিজিপি), বহুজন সমাজ পার্টি (বসপা)র সঙ্গে কথা বলব। জিজিপির সঙ্গে আমাদের জোট ছিলই।
Congress has made us wait for long. We will hold talks with BSP : Samajwadi Party's Akhilesh Yadav on possible alliance with BSP for upcoming assembly elections in Madhya Pradesh pic.twitter.com/wFLgQoaO67
— ANI UP (@ANINewsUP) October 6, 2018
যেদিন মায়াবতী কংগ্রেসকে আক্রমণ করে মধ্যপ্রদেশে আলাদা চলার সিদ্ধান্ত ঘোষণা করেন, সেদিনই অখিলেশ তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বড় মনের পরিচয় দিতে আবেদন করেছিলেন, বলেছিলেন, কংগ্রেস দেরি করলে কিন্তু ছোট দলগুলি নিজেদের প্রার্থী ঘোষণা করে দেবে।
সেই রেশ টেনেই আজ অখিলেশ বলেন, কংগ্রেসের হৃদয় বড় নয়। আর কবে আলোচনা হবে, ভোটের দিনক্ষণ ঘোষণা, মনোনয়ন পেশ হয়ে যাওয়ার পর!
পাশাপাশি উত্তরপ্রদেশে ক্ষমতাসীন যোগী আদিত্যনাথ সরকারেরও তীব্র সমালোচনা করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement