LIVE UPDATES করোনাভাইরাস: ইরানে মৃত্যু বেড়ে ১০৮, পৌঁছল মেডিক্যাল টিম, আটকে পড়া ভারতীয়দের স্ক্রিনিং শুরু শীঘ্রই, জানাল বিদেশমন্ত্রক
LIVE
Background
নয়াদিল্লি: করোনাভাইরাস আক্রান্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে চলেছে বিদেশমন্ত্রক।
শুক্রবার, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ইরান প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ইরানে আটক ভারতীয়দের স্ক্রিনিং করতে সেখানে একটি অস্থায়ী মেডিক্যাল ইউনিট চালু করতে চায় ভারত। ইরান প্রশাসনের সঙ্গে এই মর্মে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। আজই, সেদেশে পৌঁছবে ভারতীয় মেডিক্যাল টিম। কুয়োমে তৈরি হবে ওই ক্লিনিক। একবার স্ক্রিনিংয়ের প্রক্রিয়া সম্পন্ন হলে আটক ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। একই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনিও জানান, ইরানে আটকে পড়া ভারতীয় কর্মী ও পড়ুয়াদের দ্রুত ফিরিয়ে আনা হবে।
Update for Indians stranded in #Iran and for their families: Our medical team for screening arrives in Iran today. Hope to establish first clinic at Qom by this evening. Screening process will start immediately thereafter. Working on logistics of return with Iranian authorities.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 5, 2020
Group of Ministers constantly monitoring progress. Understand the concern of families.
Keep faith.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 5, 2020
প্রসঙ্গত, ইরানের তেহরানেই আটকে রয়েছেন বহু ভারতীয়। এঁদের মধ্যে ২ জন এরাজ্যের। একজন দক্ষিণ কলকাতার বাসিন্দা সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা বিকাশ দাস। আড়াই বছর আগে পেশায় ইলেকট্রিক্যাল ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার সায়ন্তন কাজের সূত্রে তেহরানে যান। তিনি এখন কার্যত ঘরবন্দি। অন্যদিকে, বিকাশ পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার । তিনি এক বছর আগে তেহরানে গিয়েছেন। এই পরিস্থিতিতে উদ্বেগে দুজনের পরিবার। যদিও, রাজ্য প্রশাসনের তরফে সব রকম সাহায্য করার আশ্বাস দেওয়া হচ্ছে।
সায়ন্তন, বিকাশের মতো ওই একই আবাসনে আটকে রয়েছেন ১২ জন ভারতীয়। বিপদ আঁচ করে যে টুকু খাবার জোগাড় করে রেখেছিলেন সায়ন্তনরা, তা দ্রুত শেষ হয়ে আসছে। তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও সমস্যার সুরাহা হয়নি। অফিস বন্ধ। এদিকে দেশেও ফিরতে পারছেন না তাঁরা। চরম আতঙ্কে দিন কাটছে তাঁদের।
ইরানে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই ছড়াচ্ছে। সূত্রের খবর, সেদেশে এখনও পর্যন্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে সংক্রমণে। আক্রান্তের সংখ্যা ২,৩৩৬। পরিস্থিতি ভয়াবহ। আন্তর্জাতিক বিমান ওঠা-নামায় নিষেধাজ্ঞা জারি করেছে ইরান।
ইতালি ও দক্ষিণ কোরিয়া থেকে ভারতে আসতে ইচ্ছুক যাত্রীদের ‘করোনা-মুক্ত’ শংসাপত্র পেশ করতে হবে: কেন্দ্র
নয়াদিল্লি: ইতালি ও দক্ষিণ কোরিয়া থেকে ভারতে আসতে
অকল্যান্ড: আইপিএল-এ করোনা ভাইরাসের প্রভাব পড়বে না বলে বিসিসিআই দাবি
মুম্বই: করোনাভাইরাস আতঙ্কের মধ্যে দিয়ে চলছে দেশ।
করোনা ভাইরাস আতঙ্ক: পিছিয়ে গেল এশিয়া কাপ নিয়ে বৈঠক
দুবাই: করোনা ভাইরাসের প্রভাব পড়ল ক্রিকেটে। এবারের এশিয়া কাপ কোথায় হ
নয়াদিল্লি: বিজেপি সঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদের ক