LIVE UPDATES করোনাভাইরাস: মানবিক বিষয় নিয়েও রাজনীতি করছে পাকিস্তান, তোপ ভারতের
LIVE
Background
নয়াদিল্লি: দক্ষিণ-এশিয়া অঞ্চলে, মধ্য়ে নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবং তরা মোকাবিলা করতে আজ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্ক-গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার লেখেন, সর্বজনীন ভালোর জন্য সকলে একসঙ্গে। বিকেল পাঁচটায় করোনাভাইরাস সংক্রান্ত সার্ক সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় নেতৃত্ব দেবেন মোদি। সেখানে এই মারণ ভাইরাসের মোকাবিলায় যৌথ শক্তিশালী কৌশল অবলম্বন করার পন্থা খুঁজে বের করা হবে।
গত শুক্রবার, সার্ক গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির উদ্দেশ্যে করোনাভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী যৌথ স্ট্র্যাটেজি নির্ধারণ করার আহ্বান দিয়েছিলেন মোদি। তাঁর সেই প্রস্তাবে সাড়া দিয়েছে পাকিস্তান সহ সব সার্ক-রাষ্ট্রই। মোদি লিখেছিলেন, আমাদের নাগরিকদের সুস্থ, নিরাপদ রাখতে কী করা যায়, তা নিয়ে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে নিজেরা কথা বলতে পারি।
মোদির ডাকে একে একে সাড়া দেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মলদ্বীপ সহ সার্ক দেশগুলির নেতারা। গতকাল, সাড়া দিয়েছে পাকিস্তানও।