এক্সপ্লোর
Advertisement
Bird Flu Outbreak: বাংলায় ধরা পড়েনি বার্ড ফ্লু, তারপরেও বেড়েই চলেছে পোলট্রি মুরগির দাম
Bird Flu Outbreak in the country amid COVID-19. | করোনা আতঙ্ক এখনও পিছু ছাড়েনি। এরই মধ্যে বার্ড ফ্লু আতঙ্ক দেশের একাধিক রাজ্যে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: দেশের পাঁচ রাজ্যে ধরা পড়েছে বার্ড ফ্লুর সংক্রমণ। বাংলায় ধরা না পড়লেও, বেড়ে চলেছে পোলট্রি মুরগির দাম। ব্যবসায়ীদের দাবি, কম উৎপাদনের কারণে চড়ছে মুরগির দাম।
করোনা আতঙ্ক এখনও পিছু ছাড়েনি। এরই মধ্যে বার্ড ফ্লু আতঙ্ক দেশের একাধিক রাজ্যে। এখনও পর্যন্ত যে সব এলাকায় বার্ড ফ্লু সতর্কতা জারি হয়েছে, সেখানে হাঁস-মুরগি-ছাগলের মাংস, এবং মাছ, ডিম এবং অন্যান্য পোলট্রিজাত পণ্যের কেনাবেচা এবং সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বার্ড ফ্লু-র অস্তিত্ব মেলেনি। তবে, শীতকাল আসায় চিন্তা বেড়েছে পোলট্রি ব্যবসায়ীদের।
এক পোলট্রি ব্যবসায়ী জানিয়েছেন, ‘শীতকালের সময় এটা হয়ে থাকে, পরিযায়ী পাখি আসে, তাদের সঙ্গে ফ্লু আসে বলে মনে হয়, মড়ক দেখা যায়, অতিরিক্ত যত্ন করতে হয়।’
কলকাতায় ইতিমধ্যে চড়তে শুরু করেছে পোলট্রি মুরগির দাম। পাইকারি বাজারে গোটা ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১১৯ টাকায়। মোরগের কেজি ছুঁয়েছে ১৪০ টাকায়। ব্যবসায়ীদের দাবি এক মাস আগেও মুরগির কেজি ১০০ টাকার নীচে ছিল। যে সমস্ত রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে, সেখানে হাঁস-মুরগি থেকে মানুষের দেহে যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
ভারতে করোনায় এখনও অবধি দেড় লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭১। করোনা কাঁটার মধ্যে এবার আতঙ্ক বাড়াল বার্ড ফ্লু। এ যেন গোদের ওপর বিষফোড়া।
মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুতে বার্ড ফ্লুর আশঙ্কায় সতর্কতা জারি করছে কেন্দ্র।। উদ্বেগ বাড়িয়ে কেরলের কোট্টায়মে ১০ হাজার হাঁসের বাচ্চা মারা গেছে। মধ্যপ্রদেশের ১০টি জেলায় ৫০০-র উপর কাকের মৃত্যু হয়েছে। হিমাচলের কাংড়ায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭০০টি পরিযায়ী পাখির। এই পরিস্থিতিতে কেরল থেকে পোলট্রিজাত সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রদেশ সরকার।
বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাখিদের এক ধরনের জ্বর। যার জন্য দায়ী এইচ৫এন১ ভাইরাস।বার্ড ফ্লু রোগে আক্রান্ত হাঁস-মুরগির মাংস ও ডিম থেকে মানুষের শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাস। এইচ৫এন১ ভাইরাস আক্রান্ত পরিযায়ী পাখিদের মাধ্যমে এই রোগ খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। করোনা আবহে বার্ড ফ্লু নিয়ে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মৎস্য এবং প্রাণী কল্যাণ দফতর। দিল্লিতে বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement