এক্সপ্লোর
Advertisement
এখন ইগোর সময় নয়, করোনাভাইরাস রুখতে এক হয়ে লড়তে হবে, ইমরানকে বার্তা ঋষির
ঋষির আন্তরিক বার্তায় আপ্লুত পাকিস্তানি গায়ক শফাকত আমানত আলি।
মুম্বই: দেশের মানুষের পাশাপাশি পাকিস্তানিদের করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হওয়ার খবরে বিচলিত ঋষি কপূর পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পর্যাপ্ত আগাম সতর্কতা অবলম্বন করতে নিজের দেশের জনগণকে আবেদন জানাতে আবেদন করলেন। বললেন, ‘ইগো ধরে বসে থাকার সময় নয় এখন। করোনাভাইরাসের মতো বৃহত্তর বিপদ শিয়রে, যার মোকাবিলায় এই সময় আমাদের একজোট হওয়া উচিত।’
With all due respect, Pakistan Prime Minister Imran Khan should also advice his country to take adequate precautions. People of Pakistan are also dear to us. Once we were one. We are concerned too. This is a global crisis. No ego matter this. We love you guys. Humanity zindabad !
— Rishi Kapoor (@chintskap) March 19, 2020
ঘটনাচক্রে ঋষির পরিবার দেশভাগের আগে ছিল এখনকার পাকিস্তানেই। তাই প্রতিবেশীদের কষ্ট তাঁকে পীড়া দেয় হয়তো। সেজন্যই কি ট্যুইটে লিখেছেন, ‘প্রাপ্য সম্মান দিয়েই বলছি, পাক প্রধানমন্ত্রীর সবাইকে বলা উচিত, যাতে তারা আগাম দরকারি সাবধানতা মেনে চলেন। পাকিস্তানের মানুষজনও আমাদের আপনার জন। একদিন তো আমরা একই ছিলাম। আমাদেরও ওদের জন্য চিন্তা হয়। এটা গোটা দুনিয়ার সঙ্কট। এখন ইগো ধরে থাকলে চলবে না।তোমাদের আমরা ভালবাসি। মানবতা জিন্দাবাদ!’
ঋষির আন্তরিক বার্তায় আপ্লুত পাকিস্তানি গায়ক শফাকত আমানত আলি ট্যুইট করেছেন, ‘আপনার ভালবাসায় ভরা শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনাকেও আমার ভালবাসা, শ্রদ্ধা জানাই। আপনি ঠিকই বলেছেন, এটা দেশের নয়, সারা দুনিয়ার, মানবজাতির ব্যাপার। আমরা সবাই একজোট। মানবতার জয় হোক। এই বিপদ শীঘ্রই কাটিয়ে উঠতে পারব হয়তো আশা করছি। ভালবাসা, শুভেচ্ছা নেবেন।’
করোনাভাইরাসের দাপটের জেরে সদা কর্মব্যস্ত বলিউড। বন্ধ ছবির শ্যুটিং, ছবির রিলিজ, প্রচারের যাবতীয় কাজ। ঘরবন্দি তারকারাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement