WB Corona LIVE: মদের দোকানে উপচে পড়া ভিড়, হুড়োহুড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের
Get Latest West Bengal Coronavirus Live Updates: রোজই রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্য়া

Background
রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। রোজই রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্য়া। সংক্রমিতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে অনেক আগেই। সরকারি বুলেটিন অনুযায়ী, রাজ্যে শেষ ২৪ ঘণ্টা করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে দশ লক্ষেরও বেশি মানুষ। সরকারি হিসেবে সংখ্য়াটা ১০,৭৩,৯৫৬ জন।
পাশাপাশি পরিসংখ্যান বলছে রাজ্যে টানা ১১ দিন করোনায় শতাধিক মানুষেক মৃত্যু হচ্ছে। রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৯৩ জন।
তবে আশার আলো এই যে, সামান্য হলেও বেড়েছে সুস্থতার হার। গতকালের হিসেব অনুযায়ী রাজ্যে করোনামুক্ত হয়েছিলেন ১৯ হাজার ১৮১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনামুক্তির হার ছিল ৮৬.৬৮ শতাংশ। আজকের হিসেবে ১ দিনে সুস্থ হয়েছেন ১৯,১৩১ জন এবং হার পৌঁছেছে ৮৬.৭৮ শতাংশ। বুলেটিন অনুযায়ী, সবমিলিয়ে রাজ্যে করোনা থেকে মুক্ত হয়েছেন ৯,৫০,০১৭ জন।
WB Corona LIVE Updates: রাজ্যে একদিনে করোনামুক্ত ১৯,২১১ জন
রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯,২১১ জন। সুস্থতার হার ৮৬. ৯৮ শতাংশ।
WB Corona LIVE: মদের দোকানে উপচে পড়া ভিড়, হুড়োহুড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের
কাল থেকে বন্ধ মদের দোকানও। দূরত্ব বিধির তোয়াক্কা না করে মদের দোকানে উপচে পড়া ভিড়, হুড়োহুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের। দুর্গাপুর, বারুইপুর, নিউটাউন ও হাওড়াতে ধরা পড়ল একই ছবি।






















