WB Corona LIVE: ফেডারেশনের উদ্যোগে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের টিকাকরণের উদ্যোগ
Get Latest West Bengal Coronavirus Live Updates: একদিনে সংক্রমণ-মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা।
LIVE

Background
WB Corona LIVE: স্পুটনিক ভি-র অল্প সংখ্যায় প্রয়োগ শুরু হল কলকাতায়
স্পুটনিক ভি-র অল্প সংখ্যায় প্রয়োগ শুরু হল কলকাতায়। আজই হায়দরাবাদ থেকে এল ১২৫০ টি ভায়াল। রাখা হয়েছে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে।
West Bengal Corona LIVE: হবিবপুরের পলাশবনায় করোনা আবহে পুজো ঘিরে থিকথিকে ভিড়
হবিবপুরের পলাশবনায় করোনা আবহে পুজো ঘিরে থিকথিকে ভিড়। উধাও দূরত্ব। গ্রামবাসীদের দাবি, করোনা যাতে না ঢুকে পড়ে, সেই কারণে পুজো করা হচ্ছে। করোনা আবহে এভাবে পুজো করায় সমালোচনায় সরব হয়েছেন চিকিৎসক থেকে বিজ্ঞান মঞ্চের সদস্যরা। বিষয়টি নিয়ে সচেতনতার প্রচার হবে বলে জানিয়েছে প্রশাসন।
WB Corona LIVE: বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লক্ষ ৩৪ হাজার ৪৭৫ জনের
বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লক্ষ ৩৪ হাজার ৪৭৫ জনের। আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৩৫ লক্ষ ৩৩ হাজার ৭৪৬।
West Bengal Corona LIVE: করোনার জেরে বন্ধ থাকা বিভিন্ন সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক বসতে পারে আগামী মাস থেকে
করোনার জেরে বন্ধ থাকা বিভিন্ন সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক বসতে পারে আগামী মাস থেকে। এর আগে এই সমস্ত বৈঠক ভার্চুয়ালি করাবার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। সেই প্রস্তাব খারিজ করেছে লোকসভা ও রাজ্যসভা সচিবালয়। দুই সচিবালয়ের বক্তব্য, স্ট্যান্ডিং কমিটির অনেক আলোচনাই রাষ্ট্রের স্বার্থে গোপন রাখা হয়। ভার্চুয়াল বৈঠক হলে সেই গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে।
WB Corona LIVE: ফেডারেশনের উদ্যোগে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের টিকাকরণের উদ্যোগ
ফেডারেশনের উদ্যোগে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের টিকাকরণের উদ্যোগ। মঙ্গলবার টালিগঞ্জের চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে টিকাকরণ শিবিরের উদ্বোধনে উপস্থিত রইলেন দেব, রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমও উপস্থিত ফেডারেশনের এই উদ্যোগে। ফেডারেশনের কাছে টেকনিশিয়ানদের পাশাপাশি তাঁদের পরিবারের লোকেদেরও টিকাকরণের আওতায় আনার অনুরোধ জানান দেব। টিকাকরণের পাশাপাশি মাস্ক-স্যনিটাইজারের সচেতনতায় ঢিলেমি দিলে চলবে না। টিকাকরণ শিবিরের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন রাজ চক্রবর্তী। চলচ্চিত্র শতবার্ষিকী ভবনের পাশাপাশি কলকাতার আরও দু’টি জায়গায় টেকনিশিয়ানদের টিকাকরণ কর্মসূচি চলবে। এই উদ্যোগে ফেডারেশনের পাশে দাঁড়িয়েছে কলকাতা পুরসভাও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
