WB Corona LIVE: ফেডারেশনের উদ্যোগে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের টিকাকরণের উদ্যোগ
Get Latest West Bengal Coronavirus Live Updates: একদিনে সংক্রমণ-মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা।

Background
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ সামান্য কমলেও উদ্বেগ রইল মৃত্যু। একদিনে সংক্রমিত ৬ হাজারের নীচে, মৃত্যু হয়েছে ১০৩ জনের। একদিনে সংক্রমণ-মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা।
আরও জোরাল হল আশার আলো। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এবার ৬ হাজারের নীচে নামল। একইদিনে ৬১ দিন বাদে সবচেয়ে কম সংক্রমণের সাক্ষী থাকল দেশবাসী। সোমবারের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ফের মৃত্যু হয়েছে শতাধিক জনের। সোমবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৮৭। যেখানে এক মাস আগে অর্থাত্ ৭ মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ২১৬।
একমাসে আক্রান্তের পরিসংখ্যানে কিছুটা হেরফের হলেও মৃত্যু নিয়ে বড় কোনও পরিবর্তন ঘটেনি। ৭ জুন অর্থাত্ সোমবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা ১০৩। যেখানে একমাস আগে এই দিনে করোনায় মৃত্যু হয়েছিল ১১২ জনের। চিন্তা কাটছে না উত্তর চব্বিশ পরগনার করোনা-চিত্র নিয়েও। সোমবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮১ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের।
WB Corona LIVE: স্পুটনিক ভি-র অল্প সংখ্যায় প্রয়োগ শুরু হল কলকাতায়
স্পুটনিক ভি-র অল্প সংখ্যায় প্রয়োগ শুরু হল কলকাতায়। আজই হায়দরাবাদ থেকে এল ১২৫০ টি ভায়াল। রাখা হয়েছে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে।
West Bengal Corona LIVE: হবিবপুরের পলাশবনায় করোনা আবহে পুজো ঘিরে থিকথিকে ভিড়
হবিবপুরের পলাশবনায় করোনা আবহে পুজো ঘিরে থিকথিকে ভিড়। উধাও দূরত্ব। গ্রামবাসীদের দাবি, করোনা যাতে না ঢুকে পড়ে, সেই কারণে পুজো করা হচ্ছে। করোনা আবহে এভাবে পুজো করায় সমালোচনায় সরব হয়েছেন চিকিৎসক থেকে বিজ্ঞান মঞ্চের সদস্যরা। বিষয়টি নিয়ে সচেতনতার প্রচার হবে বলে জানিয়েছে প্রশাসন।






















