অমিত শাহের পর বীরভূমে বিজেপি সভাপতি জেপি নাড্ডা
কিছুদিন আগেই বীরভূম গিয়েছিলেন অমিত শাহ। বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বোলপুরে রোড শো করেছিলেন। তাতে ব্যাপক জনা সমাগমও হয়।
কলকাতা: আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন জেপি নাড্ডা। সূত্রের খবর, ৯ জানুয়ারি রাজ্যে আসছেন তিনি। এবার তাঁর গন্তব্য বীরভূম। রোড শো করার পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সভাপতি।
কিছুদিন আগেই বীরভূম গিয়েছিলেন অমিত শাহ। বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বোলপুরে রোড শো করেছিলেন। তাতে ব্যাপক জনা সমাগমও হয়। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাউল বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজও সেরেছিলেন তিনি। অমিত শাহের এই সফরের পরেই বোলপুরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক উত্তাপের এই আবহে ফের রাজ্যে আসতে চলেছেন জে পি নাড্ডা। কেন্দ্রীয় নেতা মন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই বেছে নিচ্ছেন বীরভূমকে। বিধানসভার ভোটের আগে প্রশ্ন উঠছে কেন বারবার সফর সূচির তালিকায় প্রথমে নাম বীরভূমের? যদিও এখনও এই সফর নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় সভাপতির সম্ভাব্য বঙ্গ সফর ৮ এবং ৯ জানুয়ারি। কোথায় রোড শো হবে সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আদৌ রোড শো হবে কি না তাও ঠিক হয়নি। তবে আজকের মধ্যে সফর সূচি চূড়ান্ত হতে পারে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বিধানসভা ভোটকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে সব পক্ষই। এর আগে গত ৯ ডিসেম্বর রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। দু'দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার সফরে তুলকালাম কাণ্ড ঘটে। আমতলা থেকে শিরাকোল অবরোধ করে তৃণমূল। দফায় দফায় আটকানো হয় নাড্ডার কনভয়। নাড্ডার কনভয় সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির। কয়েকটি গাড়ির কাচ ভাঙে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় সরকার। রাজ্যপালের রিপোর্টে যথেষ্ট নিরাপত্তা না থাকার অভিযোগ করেছেন রাজ্যপাল। রিপোর্ট পেয়েই স্বরাষ্ট্রমন্ত্রক মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করেছে। যা নিয়ে চরমে পৌঁছে গিয়েছে কেন্দ্র রাজ্য-কেন্দ্র সংঘাত।