Anant Ambani-Radhika Merchant: অনন্ত-রাধিকার বিয়েতে বড় চমক! অনুষ্ঠানে আসতে পারেন এই অতিথি, বাড়ছে নিরাপত্তা
Anant Radhika Marriage: এই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন বিশ্বের তাবড় তাবড় অতিথিরা। সেলিব্রেটিরা তো থাকবেনই, এছাড়াও দেশের শীর্ষ নেতৃত্বদের অনেকেই উপস্থিত থাকবেন, এমনটাই সূত্রের খবর।
মুম্বই: ধনকুবের মুকেশ অম্বানি (Mukesh Ambani) ও নীতা অম্বানির (Nita Ambani) ছোট ছেলে অনন্ত অম্বানির (Anant Ambani) বিয়েকে কেন্দ্র করে বাণিজ্যনগরীতে সাজ সাজ রব। শৈল এবং বীরেন মার্চেন্ট কন্যা, বাল্যবান্ধবী রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত। ১২ জুলাই আরব সাগর তীরে বিয়ের গ্র্যান্ড আসর বসতে চলেছে।
এই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন বিশ্বের তাবড় তাবড় অতিথিরা। সেলিব্রেটিরা তো থাকবেনই, এছাড়াও দেশের শীর্ষ নেতৃত্বদের অনেকেই উপস্থিত থাকবেন, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। প্রধানমন্ত্রী মোদির সম্ভাব্য সফরের কারণে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ট্রাইডেন্ট হোটেলের আশপাশের ভবনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে, এমনটাই জানা গিয়েছে।
১৩ জুলাই প্রধানমন্ত্রী মোদি মুম্বাইয়ের বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের সূচনা করবেন। এই সময়ে প্রধানমন্ত্রী মোদি বরিভালি-থানে লিংক রোড এবং গোরেগাঁও-মুলুন্ড লিঙ্ক রোডের ভূমিপূজনও করবেন, সূত্রের খবর। দুটি প্রকল্পে ব্যয় হয়েছে ১৪ হাজার কোটি টাকার বেশি। নেসকো সেন্টারে অনেক নতুন প্রকল্পের ভূমিপূজন করবেন প্রধানমন্ত্রী মোদি।
এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী দক্ষিণ মুম্বাইয়ের অরেঞ্জ গেট থেকে গ্র্যান্ট রোড পর্যন্ত এলিভেটেড রাস্তার ভূমিপূজনও করবেন, যার তৈরি করতে খরচ হতে পারে প্রায় ১১৭০ কোটি টাকা। সেখানে একটি সভায় ভাষণও দেবেন প্রধানমন্ত্রী মোদি।
আরও পড়ুন, আজ থেকেই বাড়বে বৃষ্টির দাপট? বন্যা পরিস্থিতির চরম সতর্কতা, কোন কোন জেলা রয়েছে তালিকায়?
এদিকে, জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহারাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রশাসন খুবই সতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। এমন পরিস্থিতিতে মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানির বিয়েতেও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদি, এমনটাই মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সূত্রের খবর অনুযায়ী, বিয়ের দিন খানিক্ষণের জন্য উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করবেন মোদি। তারপরই বেরিয়ে যাবেন। খুব অল্প সময়ের জন্যই অনুষ্ঠানে মোদি যোগ দেবেন বলে জানা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে