এক্সপ্লোর
পায়েল ঘোষের ধর্ষণ মামলা, জিজ্ঞাসাবাদের জন্য ভারসোভা থানায় হাজিরা দিলেন অনুরাগ কাশ্যপ
২৮ তারিখ পায়েল দেখা করেন সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালের সঙ্গে। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে অনুরাগকে গ্রেফতার করা না হলে তাঁর দল আরপিআই আন্দোলনে নামবে।

মুম্বই: এবার চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল মুম্বই পুলিশ। অভিনেত্রী পায়েল ঘোষ তাঁর নামে ভারসোভা থানায় ধর্ষণের অভিযোগ করেছেন। আজই অনুরাগ ভারসোভা থানায় হাজিরা দিয়েছেন।
অনুরাগ কাশ্যপ থাকেন আন্ধেরি ওয়েস্টের ইয়াড়ি কোডে। গত সপ্তাহে তাঁর বিরুদ্ধে থানায় নালিশ করেন পায়েল ঘোষ। বলেন, ২০১৩ সালে অনুরাগ তাঁকে ধর্ষণ করেন, শ্লীলতাহানি করেন এবং জোর করে আটকে রাখেন। আরও ৩ অভিনেত্রীর সঙ্গেও তিনি এমন আচরণ করেছেন বলে পায়েলের অভিযোগ, যদিও ওই ৩ অভিনেত্রীই তাঁর দাবি অস্বীকার করেন। দিনকয়েক আগে পায়েল বলেছেন, পুলিশ তাঁর অভিযোগের তদন্ত করতে গা ছাড়া মনোভাব দেখাচ্ছে। অনুরাগকে গ্রেফতার না করা হলে থানার বাইরে অনশনে বসারও হুমকি দেন। এরপরেই অনুরাগকে সমন পাঠায় পুলিশ, যদিও অনুরাগ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
২৮ তারিখ পায়েল দেখা করেন সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালের সঙ্গে। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে অনুরাগকে গ্রেফতার করা না হলে তাঁর দল আরপিআই আন্দোলনে নামবে। জাতীয় মহিলা কমিশনও পায়েলকে তাঁর অভিযোগ লিখিতভাবে করতে বলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
