![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Army recruitment 2021: প্রশ্নপত্র ফাঁস, বাতিল সেনায় নিয়োগের পরীক্ষা
নিয়োগ প্রক্রিয়ায় সচ্ছ্বতা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারই দেশজুড়ে বিভিন্ন স্থানে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
![Army recruitment 2021: প্রশ্নপত্র ফাঁস, বাতিল সেনায় নিয়োগের পরীক্ষা army recruitment exam cancelled pan-India after paper found leaked Army recruitment 2021: প্রশ্নপত্র ফাঁস, বাতিল সেনায় নিয়োগের পরীক্ষা](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2019/01/11082826/Exam1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সেনায় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। এজন্য দেশজুড়ে জেনারেল ডিউটি পার্সোনেল নিয়োগের পরিক্ষা বাতিল করল সেনা। আধিকারিক সূত্রে রবিবার এ খবর জানানো হয়েছে।
এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় পুনে থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি একেবারেই বরদাস্ত করে না সেনা।
তিনি বলেছেন, স্থানীয় পুলিশের সঙ্গে সক্রিয় যৌথ অভিযানে গত রাতে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসে।
সেনা (জেনারেল ডিউটি) নিয়োগে কমন এন্ট্রান্স পরীক্ষার জন্য তৈরি প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসার পর পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। নিয়োগ প্রক্রিয়ায় সচ্ছ্বতা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারই দেশজুড়ে বিভিন্ন স্থানে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী দিণক্ষণ উপযুক্ত সময়ে জানানো হবে বলে জানানো হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)