Bageshwar Baba Controversy : 'অকালমৃত্যু দুঃখের, তবে মহাকুম্ভে মৃত্যু মানে মোক্ষলাভ', বিতর্কিত 'বাগেশ্বর বাবা'র
সন্ন্যাসীর দাবি, সবাইকে একদিন মরতে হবে কিন্তু গঙ্গার তীরে কেউ মারা গেলে তার সরাসরি মোক্ষ লাভ হবে।

মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের কথা জানেন অনেকেই। বহু মানুষই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যান ছাতারপুরের গদা গ্রামের বাগেশ্বর ধামে। সেখানকার পীঠাধীশ্বর পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ভক্ত সংখ্যাও নেহাত কম হ। সোশ্য়াল মিডিয়ায় চোখ রাখলেই ধারণা করা যায় তাঁর জনপ্রিয়তা সম্পর্কে। এবার সেই বাগেশ্বরের ধীরেন্দ্র কৃষ্ণ বাবাই বিতর্কে।
সম্প্রতি মহাকুম্ভে ঘটে গিয়েছে ভয়ঙ্কর এক দুর্ঘটনা। মহা বিপর্যয়ে খবর আসছে একের পর এক মৃত্যুর। মৌনি অমাবস্যার পুণ্য তিথিতে পুণ্যার্জনে গিয়ে প্রাণ খোয়াতে হয়েছে নিরীহ মানুষকে। অভিযোগের আঙুল উঠেছে ব্যবস্থাপনা নিয়ে, নিরাপত্তা নিয়ে, পুলিশের ভূমিকাও প্রশ্নে। এই সময়ই মহাকুম্ভের মহা বিপর্যয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে বাগেশ্বরের 'বাবা'।
মহাকুম্ভের সময় পদদলিত হয়ে যাঁরা মারা গেছেন তাঁদের জন্য শোকপ্রকাশের পরই তাঁদের ভাগ্যবান বলেন এই'বাবা'। তাঁর দাবি, মহাকুম্ভের মতো পবিত্র সময়ে যাঁরা গঙ্গার তীরে প্রাণ ত্যাগ করেন তাঁরা পুণ্যাত্মা । তাঁরা আসলে মোক্ষলাভ করেছে। যে অনুষ্ঠানে পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এই মন্তব্য করেন, সেখানে অনেক সন্ন্যাসীও উপস্থিত ছিলেন। আশ্চর্যের বিষয় তাঁর সঙ্গে একমত হতে দেখা যায় অনেককেই। বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরা হয়েছে। সেখানে তাঁকে পদদলিত হওয়ার ঘটনা নিয়ে মন্তব্য করতে দেখা যায়। সেখানেই তিনি বলেন, 'দেশে প্রতিদিন বহু মানুষ মারা যাচ্ছে, কেউ ওষুধ না পেয়ে , কেউ স্বাস্থ্য পরিষেবা না পেয়ে আর কেউ হার্ট অ্যাটাকে... এই ঘটনা খুবই নিন্দনীয় কিন্তু সবাইকে মরতে হবে। 'সন্ন্যাসীর দাবি, সবাইকে একদিন মরতে হবে কিন্তু গঙ্গার তীরে কেউ মারা গেলে তার সরাসরি মোক্ষ লাভ হবে। তিনি বলেন, অকালমৃত্যু দুঃখের, কিন্তু তারা মোক্ষ লাভ করেছে।
এখনও পর্যন্ত, মহাকুম্ভে পদদলিত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ২৫ জনকে শনাক্ত করা গিয়েছে। ২৪ জনকে এখনও শনাক্ত করেনি পরিবারের কেউ। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের তালিকাও প্রকাশ করা হয়েছে।
প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন মৌনি অমাবস্যা তিথিতে মধ্যরাতে ঘটে যায় ভয়াবহ ঘটনা। ভিড় বিশৃঙ্খল হয়ে পড়ে। পায়ের নিচে পিষে যান বহু মানুষ। ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। এই ঘটনা একদিকে বহু মানুষের ঘর খালে করে দিয়েছে। অন্যদিকে এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আর এই সময়ই বিতর্ক তৈরি করল বাগেশ্বরের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
