Meher Afroz Shaon Arrested: বাংলাদেশে গ্রেফতার অভিনেত্রী শাওন, বাড়িতে আগুন মৌলবাদীদের
Bangladesh News: জামালপুরে অভিনেত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও খবর।

ঢাকা: নৈরাজ্যের বাংলাদেশে এবার গ্রেফতার অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ওপার বাংলার অভিনেত্রী। বাংলাদেশের Daily Star এই খবর জানিয়েছে। জানা গিয়েছে, ঢাকার ধানমণ্ডি থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের অভিনেত্রীকে। জামালপুরে অভিনেত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। (Meher Afroz Shaon Arrested)
মহম্মদ ইউনূস সরকারের সমালোচক শাওন। একাধিক বার ইউনূস সরকারের বিরুদ্ধে মুখও খুলেছেন। সোশ্যালম মিডিয়াতেও ইউনূস সরকারের সমালোচনায় মুখ খুলেছেন তিনি। সেই তুলনায় প্রশংসা করেছেন শেখ হাসিনার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিব মল্লিক জানিয়েছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন অভিনেত্রী। তাঁকে উদ্ধৃত করেছে বাংলাদেশের সংবাদপত্র 'প্রথম আলো'। (Bangladesh News)
জানা গিয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শাওনকে। সেখানেই গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয় তাঁকে। সম্প্রতি শাওনের কিছু মন্তব্য এবং তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। এর পর বৃহস্পতিবার বিকেলে জামালপুরে তাঁর গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় মৌলবাদীরা। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় তাঁর বাড়িটিকে। তার পরই অভিনেত্রীর গ্রেফতার হওয়ার খবর সামনে আসে।
ইউনূসের জমানায় বাংলাদেশে বাক স্বাধীনতাও যে নেই, তা এই ঘটনায় আবারও প্রমাণিত হল। শাওন অত্যন্ত নামী শিল্পী। এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। অভিনয়ের পাশাপাশি, গান গেয়েছেন। চঞ্চল চৌধুরীর সঙ্গে তাঁর একাধিক গান হিট। সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় পক্ষের স্ত্রী শাওন। গত কয়েক মাস ধরে ইউনূস সরকারের সমালোচনায় লাগাতার মুখ খুলে আসছিলেন। ১৬ ঘণ্টা আগেও ফেসবুকে মুজিবুর রহমানের বাড়িতে হামলা নিয়ে লেখা পোস্ট করেন।
এর পরই ইউনূস সরকারের রোষে পড়লেন শাওন। এ প্রসঙ্গে আরও একটি তথ্য় উঠে আসছে। ইউনূস সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে শাওনের। হুমায়ুনের প্রথম পক্ষের মেয়ের সঙ্গে বিয়ে হয় আসিফের। অর্থাৎ পারিবারিক সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে। কিন্তু শাওনের লেখা ইউনূস সরকারকে বিব্রত করছিল বলে জানা যাচ্ছে।
বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাওন। ২০২৪ সালে ময়মনসিংহ থেকে জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সদস্য হতে, হাসিনার আওয়ামি লিগের মনোনয়নপত্রও তিনি গ্রহণ করেন বলে জানা যায়। শাওনের মা তহুরা আলিও জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে আসীন ছিলেন একসময়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
