Bangladesh Curfew: গোটা বাংলাদেশে কারফিউ, নামল সেনা! আরও অশান্তির পথে পড়শি দেশ?
Bangladesh Protest: শুক্রবার মধ্যরাতের আশেপাশের সময় থেকেই গোটা বাংলাদেশে কারফিউ জারি করা হয়।
কলকাতা: বাংলাদেশে ক্রমাগত বাড়তে থাকা অশান্তি সামাল দিতে অবশেষে পূর্ণমাত্রায় কারফিউয়ের (curfew in Bangladesh) পথে হাঁটল শেখ হাসিনা সরকার। সংবাদসংস্থা AP-এর সূত্র অনুযায়ী, গোটা বাংলাদেশে কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার (Bangladesh Unrest)। তার সঙ্গেই গোটা দেশে সেনা নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। PTI-এর X হ্যান্ডেলে AP-কে উদ্ধৃত করে এমনই খবর দেওয়া হয়েছে।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণের বিরোধিতা (Quota Reform Movement in Bangladesh) করে যে আন্দোলন শুরু হয়েছিল। তার জেরে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশ। একদিকে যেমন ওই দাবিতে হওয়া আন্দোলন ক্রমাগত হিংসাত্মক হয়ে উঠেছে, তেমনই আন্দোলন দমন করতে পেশিশক্তির প্রয়োগ করছে বাংলাদেশ সরকার। তারফলেই আরও উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি। ইতিমধ্যেই পুলিশ-নিরাপত্তা রক্ষী বাহিনীর সঙ্গে আন্দোলনরত ছাত্রদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত পাওয়া হিসেবে ৭০-৭৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, এই নিহতদের মধ্যে একাধিক পড়ুয়াও রয়েছে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান আন্দোলনের কারণে উত্তপ্ত। পরিস্থিত সামাল দিতে আগেই গোটা বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। গোটা বাংলাদেশে সরকারের তরফ থেকে ইন্টারনেট সংযোগে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও সূত্রের খবর। নানা জায়গা থেকে ইন্টারনেট সংযোগ (Internet shutdown in Bangladesh) না থাকার খবরও মিলেছে বলেছে বিভিন্ন সংবাদসংস্থার খবর।
Bangladesh announces a nationwide curfew and deploys military as deadly unrest over government jobs escalates, reports AP
— Press Trust of India (@PTI_News) July 19, 2024
অগ্নিগর্ভ বাংলাদেশ:
সবচেয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় (Student Protest in Dhaka)। রাতভর রাস্তায় চলছে আন্দোলন। রাতেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের শাসক-বিরোধীর মধ্যে প্রবল চাপানউতোরও চলছে। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সংরক্ষণ বিরোধী আন্দোলনকে হিংসাত্মক রূপ দিয়েছে বিরোধীরা। শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যের উপর হামলার অভিযোগও উঠেছে। পাশাপাশি, বিরোধীদের এবং আন্দোলনকারী পড়ুয়াদের একাংশের দাবি, গায়ের জোরে গুলি চালিয়ে আন্দোলন দমন করতে চাইছে সেদেশের সরকার। এরই মধ্যে শুক্রবার বাংলাদেশের একটি জেলে হামলা চালানোর অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। জেলে হামলা চালিয়ে আগুন লাগিয়ে বন্দিদের ছাড়ানো হয়েছে বলে বাংলাদেশ পুলিশ সূত্রের খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ, জেলে হামলা-আগুন! পালালেন অন্তত ১০০ বন্দি