Bank Frauds Alert: সাবধান ! চেক লিখতে এই ভুলগুলি করলেই টাকা হাপিস
Bank Frauds Alert: সব সময় যাকে চেক দিচ্ছেন তাঁর নাম প্রয়োজনে দু'বার যাচাই করুন। সেখানে অবশ্যই টাকার সংখ্যা ও তারিখ লিখে দিন। কখনোই সাদা চেকে সই করবেন না।
নয়াদিল্লি: বেড়েই চলেছে ব্যাঙ্কের চেক প্রতারণার সংখ্যা। রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন না মানায় নিত্যদিন এই সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। তাই চেক লেখার সময় অবশ্যই মেনে চলুন এই কয়েকটা বিষয়।
ভুল করেও সাদা চেকে স্বাক্ষর করবেন না (Do not sign blank cheque)
প্রিয়জনকে বিশ্বাস করেও কখনও এই ভুল করবেন না। সব সময় যাকে চেক দিচ্ছেন তাঁর নাম প্রয়োজনে দু'বার যাচাই করুন। সেখানে অবশ্যই টাকার সংখ্যা ও তারিখ লিখে দিন। কখনোই সাদা চেকে সই করবেন না। সব সময় একটা পেন দিয়েই চেকে যা লেখার লিখুন। পেনের কালি যেন আলাদা না হয়।
প্রয়োজনে অযোগ্য চেকে কাটাকুটি করে দিন (Crossing cheques)
অনেক সময় চেকে ভুল কিছু লিখে দিলে তা বাতিল বলে গণ্য হয়। এই ক্ষেত্রে চেক ক্রস বা কাটাকুটি করে দিন। যাতে অন্য কেউ আপনার চেকের অসৎ ব্যবহার করতে না পারেন। সব সময় এই বিষয়টা মাথায় রাখুন।
সংখ্যার পর কোনও ফাঁকা জায়গা রাখবেন না(Don't leave any blanks)
চেক ইস্যু করার সময় কোনও সাদা জায়গা রাখবেন না। খালি জায়গা থাকলে সেখানে দাগ কেটে দিন। যেকোনও জায়গায় চেক স্বাক্ষর করবেন না। চেকে কোনও ধরনের পরিবর্তন করতে হলে তার পাশে কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার জন্য সই করে দিন।একবার লেখা হয়ে গেলে চেকে ওভাররাইট করবেন না। কোনওভাবে চেকে লেখা পূর্ণ হয়ে গেলে তা নিয়ে অতিরিক্ত কিছু করতে যাবেন না।
চেক বাতিলের সময় মনে রাখবেন (Things to remember while cancelling)
সব সময় চেক বাতিলের সময় MICR band ছিঁড়ে ফেলবেন। পরে পুরো চেক জুড়ে 'CANCEL'লিখে দেবেন। এই কাজ করতে কখনোই ভুলবেন না।
বাতিল চেকের বিবরণ আপনার কাছে রাখুন (Keep the details of the cancelled cheque with you)
সব সময় কাউকে চেক দিলে তার বিবরণ নিজের কাছে রেখে দিন। এ ছাড়াও সর্বদা নিজের চেকবই একটা সুরক্ষিত জায়গায় রাখুন। এতে প্রতারকদের থেকে দূরে থাকবে বইয়ের বিবরণ।
আরও পড়ুন : SBI-LIC Update : সুখবর ! SBI, LIC -র বন্ধ পলিসি চালু করা যাবে লেট ফি ছাড়াই
আরও পড়ুন : Post Office Saving Schemes: ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস, এই প্রকল্পে টাকা রাখলেই লাভবান
আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা