Purba Medinipur News: 'দিদিকে বলো'র আদলে 'দরবারে বিধায়ক', জনসংযোগ বাড়াতে উদ্যোগী সোহম
Soham Chakraborty Update: নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগ বাড়াতে এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা মেটানোর লক্ষ্যেই এই কর্মসূচি।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: 'দরবারে বিধায়ক', (Darbare Bidhayak) নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগ বাড়াতে এমনই নতুন কর্মসূচি শুরু করলেন তৃণমূলের (TMC) তারকা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। হেল্পলাইন নম্বর প্রকাশ করে সাধারণ মানুষের সমস্যা মেটানোর আশ্বাস দিলেন তিনি। দিদিকে বলো-র প্রসঙ্গ টেনে তা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
মানুষের দরবারে এ বার বিধায়ক সোহম
‘দিদিকে বলো’,‘টক টু মেয়র’-এর আদলে এ বার ‘দরবারে বিধায়ক’, হোতা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম। তার জন্য নয়া গানও রচনা করা হয়েছে, যার কথা হল, 'মা মাটি মানুষের হাত ধরে আজ, দরবারে বিধায়ক শুরু হবে কাজ। এমএলএ সোহম শুনবে মানুষের আবেদন, তাড়াতাড়ি করবে তারপর সমাধান।'
নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগ বাড়াতে এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা মেটানোর লক্ষ্যেই এই কর্মসূচি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহমের।‘দরবারে বিধায়ক’ নামের এই কর্মসূচিতে, থিম সঙের মাধ্যমে একটি ফোন নম্বরও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: Tathagata attacks Sougata : "তৃণমূলের বদমাইশরা যদি বিজেপি কর্মীদের এরকম করে ?" দিলীপকে কটাক্ষ তথাগতর
ফোন নম্বর দিয়ে বলা হয়েছে, 'আপনাদের সমস্যা সরাসরি বিধায়ককে বলুন'। এই প্রসঙ্গে সোহম বলেন, "যাতে সহজে মানুষের কাছে পৌঁছতে পারি, সেই চিন্তাভাবনা থেকে দরবারে বিধায়ক। ২৪ ঘণ্টা ৩৬৫ দিন ফোন করতে পারেন। তাঁদের অভাব অভিযোগ অনুযোগ সমস্যা সবটাই জানাতে পারেন। আমার টিম চেষ্টা করবে তাঁদের পাশে থেকে কতটা সলভ করে দেওয়া যায়।"
এ প্রসঙ্গে সোহমকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি পুলককান্তি গুড়িয়া। তিনি বলেন, "দিদিকে বলো কর্মসূচিও হয়েছিল। যদি সফল হত আজকে কোথায়? আইওয়াশ ছাড়া কিছু নয়। আসলে সোহমবাবু চণ্ডীপুরের মানুষকে বললেন আমি চললাম, ফোন নম্বরটা রইল। ওটাতে কত কাজ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।"
সোহমকে কটাক্ষ করেছে বিজেপি
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হন সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়। তারপর থেকে তৃণমূলের তারকা বিধায়ক এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনেই এবার ‘দরবারে বিধায়ক’ কর্মসূচি চালু করলেন তিনি।