Weather Today: উষ্ণ বড়দিন, কুয়াশা ঢাকা শহরে এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা
Weather Update: আজ শীতের আমেজ আদৌ থাকবে তো? শেষ ডিসেম্বরের কড়া ঠান্ডায় জ্যাকেট, পুলওভারের ওম গায়ে মেখে ভিড় ঠাসা পথে হাঁটার আনন্দ কি মিলবে?
সঞ্চয়ন মিত্র, কলকাতা: বড়দিন (Christmas) উপলক্ষ্যে খুশিতে মাতোয়ারা আট থেকে আশি। রাস্তাজুড়ে কেউ খেলছে ক্রিকেট (Cricket), ব্যাডমিন্টন (Badminton), কেউ ক্যানভাসে ছবি আঁকছে। কেউ আবার রঙ্গোলিতে মেতে উঠেছে। ডিজে-র তালে তালে পা মেলাচ্ছেন অনেকে। যদিও এবারে উষ্ণ বড়দিন। এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা (Temperature)।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যে আবহাওয়া বদল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তেই রাজ্যে হাওয়া বদল। বেশ কিছুটা কমল শীতের প্রকোপ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কেক, সান্তা, চারিদিকে উৎসবের আমেজ। ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক। কিন্তু আজ শীতের আমেজ আদৌ থাকবে তো? শেষ ডিসেম্বরের কড়া ঠান্ডায় জ্যাকেট, পুলওভারের ওম গায়ে মেখে ভিড় ঠাসা পথে হাঁটার আনন্দ কি মিলবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কার্যত উষ্ণই কাটবে বড়দিন। সেই মতোই ২৫ ডিসেম্বর বাড়বে তাপমাত্রা। রবিবার কলকাতায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা। আর জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে রাতের পারদ।
আরও পড়ুন, আজ বড়দিন, উৎসবের আবহে সেজে উঠছে তিলোত্তমা
ডিসেম্বর শেষ হতে চললেও এখনও পর্যন্ত সেভাবে কড়া শীতের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই ঘূর্ণাবর্ত।
তার প্রভাবে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। দুইয়ের প্রভাবে এবার গরম হতে চলেছে বড়দিন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার জেলায় কুয়াশার পরিমাণ বাড়বে। তার জেরে অনেকটাই কমবে দৃশ্যমানতা।