Train Derailed: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, লাইনচ্যূত ট্রেন
রোহতাস জেলার গয়া দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে ব্লকে পহলেজা এবং কারাবান্দিয়া স্টেশনের মাঝের ফ্রেইট করিডোরের সাব-লাইনে দুর্ঘটনাটি ঘটেছে।
গয়া: বিহারে দুর্ঘটনা। লাইনচ্যূত ১৩ বগির মালবাহী ট্রেন। রোহতাস জেলার গয়া দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে ব্লকে পহলেজা এবং কারাবান্দিয়া স্টেশনের মাঝের ফ্রেইট করিডোরের সাব-লাইনে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আপ এবং ডাউনের ফ্রেইট করিডোর লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কী ঘটেছে?
বুধবার রাতে ঘটনাটি ঘটে বলে রেল সূত্রে খবর। মালবাহী গাড়িটি দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে গয়ার দিকে যাচ্ছিল। তেন্ডুয়া দুসাধি গ্রামের কাছে সেটির ১৩টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পরই রেলকর্মীরা সেখানে পৌঁছে যান। এই মুহূর্তে ওই লাইনে ট্রেন চলাচল ধাক্কা খেলেও রেলকর্মীরা তা স্বাভাবিক করতে প্রাণপণ চেষ্টা করছেন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মালবাহী গাড়িটির সব কামরাই খালি ছিল। দুর্ঘটনার পর কয়েকটি কামরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, কয়েকটি আবার লাগোয়া গমের খেতে আছড়ে পড়ে। রেলকর্মীরা ফ্রেট করিডোর লাইনে যান চলাচল স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করলেও আপাতত যা জানা যাচ্ছে তাতে এদিন সন্ধের আগে সেটি স্বাভাবিক হওয়া কঠিন।
পরিস্থিতি কী রকম?
বুধবার রাতের ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রেলের চিফ জেনারেল ম্যানেজার পবন কুমার। তিনি জানিয়েছেন, আপাতত লাইন ঠিক করাই মূল লক্ষ্য রেলের। প্রাথমিক ভাবে রেল সূত্রে খবর, ডাউন লাইনেই ক্ষতি বেশি হয়েছে। সেটি ঠিক করতে অন্তত সন্ধে ৬টা হয়ে যাবে। কিন্তু কী ভাবে ঘটল এই দুর্ঘটনা? এখনও এই নিয়ে রেলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে মূল লাইন ক্ষতিগ্রস্ত নয়। ফলে যাত্রিবাহী ট্রেন চলাচল ক্ষতিগ্রস্ত হবে না বলেই আশা রেল ও যাত্রীদের। তবে মালবাহী ট্রেনের চলাচল কবে চালু হবে, তা নিয়ে ধন্দ থাকছেই। প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাত ১১ থেকে পর দিন সকাল ৯ পর্যন্ত শিয়ালদা স্টেশনে ট্রাফিক ব্লক ছিল। একাধিক লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়। বনগাঁ, হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী সীমান্ত, শান্তিপুর লোকাল বাতিলরে কথা ঘোষণা করা হয়। তবে সেখানে কোনও দুর্ঘটনা ঘটেনি। শিয়ালদা সংলগ্ন এলাকায় বিভিন্ন পয়েন্টে রক্ষণাবেক্ষণের কাজ চলায় ট্রেন বন্ধ থাকার কথা ছিল। তার দিনদুয়েক আগেই আবার দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত হয় হাওড়ামুখী লোকাল ট্রেনের একটি কামরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের তুলে দেওয়া হয়। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখার আশ্বাস দেন রেল কর্তৃপক্ষ।।
আরও পড়ুন:উৎসবের মরসুমে বেশি খাওয়াদাওয়ার পর জিন্স আঁটসাঁট হচ্ছে কোমরে? কী ভাবে ঝরাবেন মেদ?