এক্সপ্লোর
Advertisement
ক্যামেরা সরালেই সৌগত রায় বিজেপিতে! অর্জুন সিংহের চাঞ্চল্যকর দাবির জবাবে কী বললেন সৌগত রায়
'যে কোনও দিন বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের ৫ সাংসদ। ক্যামেরা সরালেই দলে আসবেন সৌগত রায়।'
কলকাতা: অমিত শাহ রাজ্যে এসে West Bengal Elections 2021 এর টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপি কর্মীদের সামনে। বাংলায় ২০০ র বেশি আসন পেতেই হবে এবং সেই লক্ষ্যে পৌঁছবেই বিজেপি, প্রত্যয়ী গেরুয়া শিবিরও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাটপাড়ার সাংসদ অর্জুন সিংহের দাবি, এই মুহূর্তে তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে যোগ দিতে পা বাড়িয়ে আছেন। সেই তালিকায় আছেন তৃণমূলের ৫ সাংসদও! তাঁর দাবি, যে কোনও দিন বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের ৫ সাংসদ। ক্যামেরা সরালেই দলে আসবেন সৌগত রায়।
তবে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন তৃণমূলের প্রবীণ নেতা। অর্জুনের চাঞ্চল্যকর দাবি উড়িয়ে দিয়ে সৌগত রায় জানিয়েছেন, রাজনীতি ছেড়ে দেব, মরে যাব, তবু বিজেপিতে যাব না। রাজ্যে এসে এসব শিখিয়ে দিয়ে গেছেন অমিত মালব্যরা।
নভেম্বরের শুরুতে অমিত শাহ রাজ্যে এসে বিধানসভা ভোটের প্রস্তুতিতে বুথভিত্তিক কর্মসূচির ওপর জোর দেন। সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, বুথগুলোতে জোর দিতে হবে। বিজেপির বিভিন্ন মোর্চার তরফে বিধানসভা ভিত্তিক কর্মসূচি নিতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ব্লকেও কর্মসূচি রাখতে হবে।
সেইসঙ্গে তিনি বলেন, দলকে শক্তিশালী করতে অন্য দল থেকে দক্ষ সংগঠকদের জন্য দরজা খুলে রাখারও নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের দাবি, তিনি বলেন
সিপিএম-কংগ্রেস-তৃণমূল থেকে যারা আসতে চায়, ভোট বোঝে, আনতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement