Bony Kaushani: কলকাতা ও রাজস্থানে শ্যুটিং, হরনাথের নতুন ছবির সৌজন্যে 'ডাল-বাটি-চুরমা'-য় মজবেন বনি-কৌশানী
Bony Kaushani's new film: রাজস্থানি পরিবারের ছেলে আনন্দ সিং চৌহান। এই চরিত্রেই অভিনয় করছেন বনি। তাঁর বাবার ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত। অন্যদিকে কৌশানীর চরিত্রের নাম বর্ষা।
![Bony Kaushani: কলকাতা ও রাজস্থানে শ্যুটিং, হরনাথের নতুন ছবির সৌজন্যে 'ডাল-বাটি-চুরমা'-য় মজবেন বনি-কৌশানী Bony Kaushani: Bonny Sengupta and Kaushani Mukherjee started the shooting of new film named Daal Bati Churma by Haranath Chakraborty Bony Kaushani: কলকাতা ও রাজস্থানে শ্যুটিং, হরনাথের নতুন ছবির সৌজন্যে 'ডাল-বাটি-চুরমা'-য় মজবেন বনি-কৌশানী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/11/e8d2e1db0d774aed5b262cbc90bcde1b1657547399_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এবার হরনাথ চক্রবর্তীর পরিচালনায় বনি সেনগুপ্ত (Bonny Sengupta) আর কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। ছবির নাম 'ডাল-বাটি-চুরমা (চচ্চড়ি)' (Dal Bati Churma Chocchori)। আজ থেকে ছবির শ্যুটিং শুরু হল। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিয়েছেন বনি ও কৌশানী দুজনেই।
ছবির নামে খাবার রয়েছে বটে, তবে তা পুরোপুরি বাঙালি নয়। ছবির গল্প জানতে নায়কের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। বনি জানালেন, এই গল্প দুটি পরিবারের মধ্যে। একটি পরিবার বাঙালি, অন্য পরিবার রাজস্থানি। এই দুই পরিবারের মধ্যে একেবারে লড়াই, প্রায় মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু বাড়ির সবার নজর এড়িয়ে প্রেমে পড়ে এই দুই পরিবারের ছেলে মেয়েই।
রাজস্থানি পরিবারের ছেলে আনন্দ সিং চৌহান। এই চরিত্রেই অভিনয় করছেন বনি। তাঁর বাবার ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত (Rajatabha Dutta)। অন্যদিকে কৌশানীর চরিত্রের নাম বর্ষা। তাঁর বাবার ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। আজকের শ্যুটিংয়ে অবশ্য উপস্থিত ছিলেন না বনি। আজকে কেবল কৌশানির শট ছিল। উত্তর কলকাতায় শ্যুটিং সেরেছেন নায়িকা। সেই খবর জানিয়ে বনির উক্তি, 'ম্যাডামকে দিয়েই শ্যুটিং শুরু হল।' বুধবার থেকে শুরু হবে বনির অংশের শ্যুটিং।
অবাঙালি পরিবার, কথা বলাতেও কী সেই ছোঁয়া থাকছে? বনি বলছেন, চরিত্রের নাম যখন আনন্দ সিং চৌহান, সেখানে ঝরঝরে বাংলা বলে গেলে চলবে না মোটেই। ভাঙা ভাঙা বাংলাতেই আমার সংলাপগুলো লেখা হয়েছে। রণিদা (রজতাভ দত্ত)-র ক্ষেত্রেও তাই। কৌশানী অবশ্য সম্পূর্ণভাবে বাংলা বলতে পারবে।'
আরও পড়ুন: Antarjal: রহস্য গল্পেও প্রেমের ছোঁয়া, 'অন্তর্জাল'-এর শ্যুটিংয়ের অন্দরের ছবি
ছবির প্রথম ২ ভাগের শ্যুটিং হবে কলকাতাতেই। কিন্তু অগাস্ট মাসের প্রথমেই রাজস্থানে শ্যুটিং করতে উড়ে যাবে টিম 'ডাল-ভাত-চুরমা (চচ্চড়ি)'। তবে সেখানে শ্যুটিং হবে মোটে ৪ দিন। ঝটিকা সফর মিলিয়ে গোটা ছবির শ্যুটিং হবে ১৪ থেকে ১৫ দিনে।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)