Manipur Violence: মণিপুরকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের
Manipur Case: মণিপুরের এই নৃশংস এবং নিন্দনীয় ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। গত সোমবার এই ঘটনায় সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ।
Manipur Violence: মণিপুরে দুই মহিলাকে গণধর্ষণ এবং বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। মণিপুরের এই নৃশংস এবং নিন্দনীয় ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। গত সোমবার এই ঘটনায় সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। অভিযোগ ওই দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় যুক্ত ছিল এই ব্যক্তি। এরপরই এই গোটা ঘটনার তদতভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
মণিপুর সরকারের আবেদনের ভিত্তিতে তদন্ত করবে সিবিআই। ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সিট গঠন করল সিবিআই। এখনও পর্যন্ত মণিপুরে হিংসায় ১০০ জনের মৃত্যু হয়েছে, আহত ৩০০ জন। ৩ মে মেইতেই জনগোষ্ঠীর এসটি স্টেটাসের দাবির প্রতিবাদে মিছিল। মিছিলের পরেই মণিপুরে পরপর হিংসার ঘটনা ঘটে। এর পাশাপাশি, মণিপুরে ভাইরাল হওয়া ভিডিওর কেসে তদন্তভার সিবিআই-কে দেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করবে বলেও জানা গিয়েছে। এই হলফনামায় বলা হবে গোটা ঘটনার তদন্ত যেন মণিপুর রাজ্যের বাইরে কোথাও করা হয়। এই তথ্যও জানা গিয়েছে, সংবাদসংস্থা এএনআই সূত্রে।
Centre will also file an affidavit in Supreme Court requesting the the trial of viral video case to take place outside Manipur https://t.co/J5vl6HICei
— ANI (@ANI) July 27, 2023
গত ৪ মে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মণিপুরে। দুই মহিলাকে গণধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়া সেই দৃশ্য ভাইরালও হয়ে যায়। এই ঘটনায় এক নাবালক সহ- সাতজনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। প্রাথমিক ভাবে কার্যত নীরব ছিল পুলিশ। কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত ১৯ জুলাই ২৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে মণিপুর-সহ গোটা দেশ। তৎপর হয় পুলিশ। ইতিমধ্যেই সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। এছাড়াও সূত্রের খবর, যে ফোন থেকে ওই ভিডিও শ্যুট করা হয়েছিল এবং ভাইরাল হয়েছিল সেই ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই ভিডিও যে ব্যক্তি শ্যুট করেছেন তাকেও গ্রেফতার করেছে পুলিশ।
মণিপুরের এই নিন্দনীয় ঘটনায় পুলিশ প্রথম গ্রেফতার করেছিল ২০ জুলাই। আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছিল পরের দিন। এরপর পঞ্চম অভিযুক্তকে (নাবালক) গ্রেফতার করা হয়েছিল ২২ জুলাই। গত সোমবার সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে যে দুই মহিলাকে দেখা গিয়েছিল জানা গিয়েছে তাঁদের মধ্যে একজন প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী। ওই মহিলার স্বামী অসম রেজিমেন্টে সুবেদার পদে যুক্ত ছিলেন। শামিল হয়েছিলেন কার্গিলের যুদ্ধেও।