এক্সপ্লোর
Advertisement
পরিবার পালিয়েছে, করোনায় মৃত হিন্দুর সৎকার মুসলিমদের
গত ২৪ অগস্ট করোনাভাইরাসের ছোবলে মৃত্যু হয় ৬৫ বছর বয়সি এক ব্যক্তির। কিন্তু তাঁর পরিবার করোনা কলঙ্ক বা মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়, যে কারণেই হোক, দেহ সৎকার না করেই চম্পট দেয়। এমনকী পরিবারের লোকেদের পুলিশও বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। তখনই এগিয়ে আসেন কয়েকজন মুসলিম ব্যক্তি।
নয়াদিল্লি: কোভিড আবহে এক দারুন সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির ঘটনা। করোনা-কলঙ্কের কারণে মৃত হিন্দু ব্যক্তির দেহ সৎকারে আসেননি তাঁর পরিবারের লোকজন। শেষটায় ওই ব্যক্তির সৎকার করলেন কয়েকজন মুসলিম।
গত ২৪ অগস্ট করোনাভাইরাসের ছোবলে মৃত্যু হয় ৬৫ বছর বয়সি এক ব্যক্তির। কিন্তু তাঁর পরিবার করোনা কলঙ্ক বা মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়, যে কারণেই হোক, দেহ সৎকার না করেই চম্পট দেয়। এমনকী পরিবারের লোকেদের পুলিশও বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। তখনই এগিয়ে আসেন কয়েকজন মুসলিম ব্যক্তি। পুলিশ অফিসার জানিয়েছেন, ‘সাত জন মুসলিম ব্যক্তি ওই হিন্দু মৃতদেহ সৎকার করতে উদ্যোগী হন। এঁরা হলেন আবদুল রাভ, মুনির, ইশাক, নাসির আলি, শোয়েব, ইমরান।‘ রাভ বলেন, সব ধর্মের সমন্বয়ের জন্যই তো ভারত খ্যাত। একে অন্যের সাহায্যে তো এগিয়ে আসতেই হবে। আমরা যখন শুনলাম বৃদ্ধের দেহ পড়ে আছে, পরিবারের কেউ সৎকার করতে আসছে না, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে ওঁর শেষ কাজটা আমরাই করব।
আবদুলরাই অ্যাম্বলেন্স ডেকে দেহ নিয়ে যান এবং সৎকার করেন হিন্দু মতে দাহ করে। প্রসঙ্গত, অতিমারীতে বারবারই নানা জায়গায় দেখা গিয়েছে যে রোগের আতঙ্কে এবং কলঙ্কের ভয়ে মৃত ব্যক্তিকে ফেলে পালিয়ে গিয়েছেন পরিবারের লোক। সৎকারের দায়িত্ব পালন করা থেকে বিরত থেকেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement