এক্স-রে প্লেটেই ধরা পড়বে কোভিড সংক্রমণ, অভিনব সফটওয়্যার তৈরি করল পড়ুয়ারা
এক্স-রে প্লেট আপলোডেই ধরা পড়বে কোভিড সংক্রমণ, অভিনব সফটওয়্যার তৈরি করল পড়ুয়ারা
ঝিলম করঞ্জাই, কলকাতা: সন্দেহভাজন কোভিড আক্রান্ত রোগীর এক্স-রে প্লেট আপলোড করলেই, ওই ব্যক্তি কোভিড সংক্রমিত কি না, সেটা বলে দেবে সফটওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে বিশেষ সফটওয়্যার অ্যাপ্লিক্লেশন তৈরি করেছেন রিজওনাল কম্পিউটার সেন্টারের প্রযুক্তিবিদ্যার পড়ুয়ারা।
কোনও চিকিৎসকের কাছে যেতে হবে না! হাতের মুঠোফোনই বলে দেবে, আপনি করোনা আক্রান্ত কিনা? Artificial intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে জানা যাবে এই তথ্য এ’নিয়ে বিশেষ সফটওয়্যার অ্যাপ্লিক্লেশন তৈরি করেছেন রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আর সি সি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির পড়ুয়ারা।
কীভাবে কাজ করে এই সফটওয়্যার অ্যাপ্লিক্লেশন? প্রথমে আপনাকে www.covid-ai.in এই সাইটে ঢুকতে হবে। এরপর, সেখানে আপলোড করতে হবে, এক্স-রে প্লেটের ছবি। সন্দেহভাজন কোভিড আক্রান্ত রোগীর এক্স-রে প্লেট আপলোড করলেই, ওই ব্যক্তি কোভিড সংক্রমিত কি না, সেটা বলে দেবে সফটওয়্যার। আর এই সফটওয়্যার ৮০ শতাংশ সাফল্য পাওয়া যাচ্ছে বলে দাবি সফটওয়্যার প্রস্তুতকারকদের।
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কুন্তল পাল জানাচ্ছেন, বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রামিং আছে। ইউরোপিয়ান চিকিৎসকদের একটি সংগঠনের থেকে পাওয়া কোভিড আক্রান্তদের এক্স-রে দিয়ে সফটওয়ারটিকে পোক্ত করা হয়েছে।
এয়ারপোর্ট, স্টেশন-সহ বিভিন্ন জনবহুল এলাকা, যেখানে নিরাপত্তার কারণে এক্স-রে করা হয়, সেখানে এই সফটওয়্যার কার্যকারী হতে পারে বলে মত পড়ুয়াদের। কুশল বণিক নামে আরও এক পড়ুয়া জানাচ্ছেন, এটা এক বছর আগে থেকে তৈরি করছি, গত এক মাসে চুড়ান্ত পর্যায়ে এসেছে। রাজ্যের চিকিৎসক ও বিভিন্ন সংস্থা যেন এটি ব্যবহার করেন, তার জন্য শিক্ষকরা কথা বলছেন। বিশেষ এই সফটওয়্যারের পেটেন্ট পাওরার জন্য ইতিমধ্যেই ভারত সরকারের কাছে আবেদনও করা হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ সামলে নিয়েছে রাজ্য। তবে তৃতীয় ঢেউ-এর আশঙ্কা বাড়ছে। এ পরিস্থিতিতে সঠিক সময় করোনা পরীক্ষা এবং ভ্যাকসিনের প্রয়োজনিয়তা নিয়ে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। পড়ুয়াদের তৈরি এই সফটওয়্যার এই পরিস্থিতিতে বেশ অনেকটাই সুবিধা করবে বলে মনে করছে অনেকেই। এখন শুধু পেটেন্ট পাওয়ার অপেক্ষা।