এক্সপ্লোর
গরু পাচার কাণ্ড: দাবি, করোনা হয়েছে, সিবিআই অফিসে ঢুকতে এনামুলের বাহানা, শেষে প্রবেশ বাধ্য হয়ে
শেষমেষ বাধ্য হয়ে সিবিআই দফতরে যান তিনি।

কলকাতা: তাঁর নাকি করোনা হয়েছে। ফলে ভেতরে যাওয়া সম্ভব নয়। নিজাম প্যালেসের বাইরে গাড়িতে বসে এই দাবি করলেন গরু পাচার কাণ্ডে ধৃত ব্যবসায়ী এনামুল হক। জারিজুরি অবশ্য বেশিক্ষণ খাটেনি, শেষমেষ সিবিআই অফিসে প্রবেশ করতে হয় তাঁকে। অনেক টালবাহানার পর আজ কলকাতায় সিবিআই অফিসে হাজির হন গরুপাচার কাণ্ডে ধৃত এনামুল। তাঁকে দিল্লিতে গ্রেফতার করে সিবিআই, দিল্লির সিবিআই বিশেষ আদালত আজ বেলা ১২টা পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। সেই সঙ্গে নির্দেশ দেয়, ওই সময়ের মধ্যে কলকাতার সিবিআই দফতরে তাঁকে সারেন্ডার করতে হবে। সেইমতো আজ বেলা পৌনে ১১টা নাগাদ এনামুল নিজাম প্যালেসে সিবিআই দফতরের নীচে আসেন। কিন্তু গাড়িতে বসেই সিবিআই অফিসারদের কাছে ফোনে দাবি করেন, তাঁর করোনা হয়েছে তাই তিনি দফতরে যেতে পারবেন না। সিবিআই তখন রিপোর্ট দেখতে চায়। কিন্তু তখন রিপোর্ট দেখাতে পারেননি এনামুল। শেষমেষ বাধ্য হয়ে সিবিআই দফতরে যান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















