গ্রামবাসীদের আপত্তিতে মন্দিরে ঢুকতে পারলেন না দলিত বিজেপি সাংসদ
বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমস্যা সম্পর্কে অবগত হতে ওই গ্রামে গিয়েছিলেন চিত্রদূর্গ লোকসভা কেন্দ্রের সাংসদ নারায়ণস্বামী।
![গ্রামবাসীদের আপত্তিতে মন্দিরে ঢুকতে পারলেন না দলিত বিজেপি সাংসদ Dalit BJP MP from Chitradurga denied entry to a temple in Tumakuru গ্রামবাসীদের আপত্তিতে মন্দিরে ঢুকতে পারলেন না দলিত বিজেপি সাংসদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/09/17144926/loksabha-MP-Narayanaswamy-from-chitradurga.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তুমাকুরু(কর্ণাটক): দলিত শ্রেণিভুক্ত হওয়ায় গ্রামের মন্দিরে বিজেপি সাংসদ এ নারায়ণস্বামীকে ঢুকতে দিল না যাদব সম্প্রদায়ের মানুষজন। ঘটনাটি সোমবার ঘটেছে কর্ণাটকের তুমাকুরু জেলার অন্তর্গত পরমণহল্লি গ্রামের গোল্লারাহাট্টিতে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা নাগরাজ বলেন, আমাদের একটি ঐতিহ্য রয়েছে। অতীতে বেশ কিছু ঘটনা ঘটেছে। তাই মানুষ সিদ্ধান্ত নেয়, সাংসদকে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। প্রসঙ্গত, বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমস্যা সম্পর্কে অবগত হতে ওই গ্রামে গিয়েছিলেন চিত্রদূর্গ লোকসভা কেন্দ্রের সাংসদ নারায়ণস্বামী। সেখানে, একটি সড়ক নির্মাণ প্রকল্পের পরিকল্পনা ও একটি পানীয় জল প্রকল্পের সূচনা করতে গিয়েছিলেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)