Kejriwal Mamata Meeting: দিল্লিতে মমতা, দেখা করলেন কেজরিওয়াল
Mamata At Delhi: দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবারই তাঁর সঙ্গে দেখা করতে দিল্লিতে তাঁর বাসভবনে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
নয়াদিল্লি: দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। শুক্রবারই তাঁর সঙ্গে দেখা করতে দিল্লিতে তাঁর বাসভবনে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদনি সন্ধেয় তাঁর বাসভবনে পৌঁছন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
জাতীয় স্তরে একটি আলোচনা সভায় যোগ দিতে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আলোচনা সভায় উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। বৃহস্পতিবারই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি দিল্লি যাচ্ছেন। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর দেখা করার কোনও কথা নেই বলে জানা গিয়েছে। কারণ রাজ্যে পয়লা মে এবং ইদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
#WATCH | Delhi CM Arvind Kejriwal arrives at the residence of West Bengal CM Mamata Banerjee in Delhi. pic.twitter.com/6EeeqCcwil
— ANI (@ANI) April 29, 2022
কোন অনুষ্ঠান:
ওই আলোচনা সভায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jagan Mohan Reddy), ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকেরও (Naveen Patnaik) উপস্থিত থাকার কথা। ওই অনুষ্ঠানে হাইকোর্টের প্রধান বিচারপতিরাও থাকবেন। উপস্থিত থাকার কথা ভারতের প্রধান বিচারপতিরও। ওই অনুষ্ঠানের সূচনা করার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তারপরে সেই আলোচনা সভার পৌরহিত্য করবেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI Ramana)
দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ:
শুক্রবারই দিল্লি গিয়েছেন মমতা। সেদিনই তাঁর সঙ্গে দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল। জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তৃণমূল এবং আপ দুই দলই জাতীয় স্তরে বিজেপি বিরোধী দল হিসেবেই পরিচিত। গতবছরই বাংলায় বিজেপিকে হারিয়ে বিপুল ভাবে জয়ী হয়েছে তৃণমূল। আর এই বছরেই পঞ্জাবে ক্ষমতা দখল করেছে আপ।
আরও পড়ুন: হাঁসখালিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করল সিবিআই