এক্সপ্লোর
Advertisement
আমেরিকা, ব্রিটেনে পাচারের আগে বিপুল সংখ্যায় স্যানিটাইজার, পিপিই কিট, মাস্ক, মাস্ক তৈরির কাঁচামাল উদ্ধার, বাজেয়াপ্ত শুল্ক দপ্তরের
একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে এইসব সামগ্রীর আকাল হতে পারে ধরে নিয়ে এগুলির উত্পাদন বাড়িয়েছে বা বাইরে থেকে আমদানির বরাত দিয়েছে বিশ্বের অসংখ্য দেশ। ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড জারি করা সর্বশেষ গাইডলাইন অনুসারে এইসব সামগ্রীর রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।
নয়াদিল্লি: প্রচুর পরিমাণে স্যানিটাইজার, পিপিই কিট, মাস্ক ও মাস্ক তৈরির কাঁচামাল বেআইনিভাবে বিদেশে পাচারের সময় দিল্লি বিমানবন্দরের কার্গো টার্মিনালে বাজেয়াপ্ত করলেন শুল্ক দপ্তরের কর্মকর্তারা। এগুলি জামাকাপড়, বাচ্চাদের পোশাক, কসমেটিক সামগ্রী, পাউচ প্যাকিংয়ের সামগ্রী বলে চালানোর চেষ্টা হচ্ছিল যাতে শুল্ক দপ্তরের লোকজনের মনে সন্দেহ, প্রশ্ন না ওঠে, জিজ্ঞাসাবাদ না হয়। দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এইসব মেডিকেল সামগ্রীর পাচার, রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।
একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে এইসব সামগ্রীর আকাল হতে পারে ধরে নিয়ে এগুলির উত্পাদন বাড়িয়েছে বা বাইরে থেকে আমদানির বরাত দিয়েছে বিশ্বের অসংখ্য দেশ।
শুল্ক দপ্তরের জনৈক অফিসার বাজেয়াপ্ত সামগ্রীর ব্যাপারে জানিয়েছেন, এয়ার কার্গোর অফিসাররা ২৪৮০ কেজি মাস্ক তৈরির কাঁচামাল উদ্ধার করেছেন। এছাড়া ৫ লক্ষ ৮ হাজার মাস্ক, ৯৫০টি বোতলভর্তি ৫৭ লিটার স্যানিটাইজার, ৯৫২টি পিপিই কিটও নয়াদিল্লির ক্যুরিয়র টার্মিনালে আটকে দিয়েছেন।
ওই অফিসার বলেছেন, এইসব সামগ্রী আমেরিকা, ব্রিটেন, ইউরোপের অন্যত্র, সংযুক্ত আরব আমিরশাহিতে চোরাচালান বা রপ্তানির চেষ্টা হচ্ছিল। কিন্তু ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড জারি করা সর্বশেষ গাইডলাইন অনুসারে এইসব সামগ্রীর রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।
এ ব্যাপারে তদন্ত, অনুসন্ধান চলছে, এখনও কেউ গ্রেফতার হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement