Susuniya Hill fire: রাতভর চেষ্টা, এখনও জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা
ABP Ananda LIVE: রাতভর চেষ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনও জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। পুড়ে খাক বনাঞ্চল। এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন বনকর্মী ও দমকলকর্মীরা। গতকাল সকালে শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন নজরে আসে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাহাড়ের ওপরের দিকে। হাওয়ার কারণে সেই আগুন ভয়াবহ চেহারা নেয়। ব্লোয়ারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটবে কবে ? আজ জরুরি ভিত্তিতে ভারপ্রাপ্ত উপাচার্যকে বৈঠকে ডেকেছেন আচার্য
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটবে কবে? দেশের অন্যতম উৎকর্ষ কেন্দ্র কীভাবে শান্ত হবে? আজ জরুরি ভিত্তিতে ভারপ্রাপ্ত উপাচার্যকে বৈঠকে ডেকেছেন আচার্য, তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস, খবর রাজভবন সূত্রে। যদিও ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত এখনও হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর, তাঁকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য আজ কীভাবে রাজ্যপালের ডাকা বৈঠকে যোগ দেবেন, তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। রাজভবন সূত্রে খবর, যাদবপুরের ঘটনা নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যর কাছে রিপোর্ট চেয়েছিলেন আচার্য সি ভি আনন্দ বোসের কাছে সেই রিপোর্ট জমাও পড়েছে, গঠিত হচ্ছে অনুসন্ধান কমিটি।

















