মদের দোকানে ভিড় এড়াতে এবার ই-টোকেন চালু কেজরিবাল প্রশাসনের
একটি ওয়েব লিঙ্ক প্রকাশ করেছে কেজরিবাল সরকার।
নয়াদিল্লি: সোশ্যাল ডিস্টান্সিংয়ের নির্দেশিকার তোয়াক্কা না করে মদের দোকানে মানুষের জমায়েত রুখতে এবার ই-টোকেন চালু করল দিল্লি সরকার। এই ব্যবস্থায় ক্রেতাদের আগে অনলাইনে টোকেন দেওয়া হবে, যেখানে দেওয়া থাকবে নির্ধারিক সময়। সেই অনুযায়ী দোকানে গিয়ে মদ কিনতে হবে ক্রেতাদের।
একটি ওয়েব লিঙ্ক প্রকাশ করেছে কেজরিবাল সরকার। সেখানে গিয়ে একজন ক্রেতা নিজের বিস্তারিত বিবরণ দিলে তাঁকে একটি টোকেন দেওয়া হবে। সেখানে উল্লেখ থাকবে, কোন সময় গেলে ওই ক্রেতা মদ কিনতে পারবেন। নথিভুক্ত করলে ক্রেতার মোবাইলে ওই টোকেন পাঠিয়ে দেওয়া হবে।
প্রথমে দিল্লি সরকার ২০০টি দোকান খোলার অনুমতি দিয়েছিল। কিন্তু, অতিরিক্ত ভিড়ের কারণে বর্তমানে সেই সংখ্যা কমিয়ে মাত্র ৫০টি দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। কেজরিবাল প্রশাসনের দাবি, ই-টোকেনের ফলে মানুষ সোশ্যাল ডিস্টান্সিং বজায় রাখবেন। একইসঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। কারণ, নির্ধারিত সময় গেলই ক্রেতা মদ কিনতে পারবেন, অন্যথা নয়।
ই-টোকেনের আবেদন করার সময় ক্রেতাকে বিশদে জানাতে হবে, তিনি কোন দোকানে যেতে চান। নিজের নাম-ঠিকানা ও মোবাইন নম্বরও দিতে হবে ক্রেতাকে। প্রসঙ্গত, সোমবার থেকেই দিল্লিতে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেজরি প্রশাসন। প্রত্যেক মদের এমআরপির ওপর ৭০ শতাংশ করোনা সেস বসিয়েছে দিল্লি সরকার।