নয়ডার হাসপাতালে করোনা রোগীর 'শ্লীলতাহানি', গ্রেফতার ২ কর্মী
এক অভিযুক্ত সাফাই বিভাগে কাজ করত। অপরজন স্টোরে।
নয়াদিল্লি: করোনা রোগীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালের দুই কর্মী।
পুলিশ জানিয়েছে, শারদা হাসপাতালে কাজ করত দুই অভিযুক্ত লবকুশ ও প্রবীণ। সেখানেই আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২০ বছরের এক মহিলা। অভিযোগ, বৃহস্পতিবার নমুনা সংগ্রহের অছিলায় রোগিনীর শ্লীলতাহানি করে ধৃতরা।
ওই মহিলা গত ২০ তারিখ এক সন্তানের জন্ম দেন। পরে, চলতি মাসের গোড়ায় পরীক্ষায় দেখা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। সেই থেকেই তিনি ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক অভিযুক্ত সাফাই বিভাগে কাজ করত। অপরজন স্টোরে। মহিলা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুই অভিযুক্তকে।
যে সংস্থার মাধ্যমে এই দুজনের নিয়োগ হয়েছিল, তাদেরকেও নোটিস ধরায় হাসপাতাল। এরপরই, দুই অভিযুক্তকে ছাঁটাই করে ওই সংস্থা। আপাতত অস্থায়ী জেলে তাদের রাখা হয়েছে। দুজনেরই কোভিড-১৯ পরীক্ষা হবে। পাশাপাশি, এই ঘটনার ম্যাজেস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।