"আমি একদম সুস্থ...", করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরলেন দিলীপ ঘোষ
এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রথম প্রতিক্রিয়া দেন বিজেপি রাজ্য সভাপতি...
কলকাতা: করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরলেন দিলীপ ঘোষ। এদিন সকালে সল্টলেক আমরি হাসপাতাল থেকে ছাড়া পান বিজেপির রাজ্য সভাপতি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।
হাসপাতালে বিজেপি কর্মীরা ভিড় করায় পুলিশ তাদের সরিয়ে দেয়। ১৬ তারিখ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপ ঘোষ। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিলীপ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শেই তাঁকে আজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, সেভাবে অসুস্থ হইনি। তেমন কষ্ট ছিল না। প্রথমদিকে কাশি, জ্বর ছিল। বাড়িতেই ছিলাম। পরে, জ্বর ১০০ পার করায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হই। তবে, বিশেষ কষ্ট ছিল না।
বিজেপি রাজ্য সভাপতি জানান তিনি এখন সুস্থ। বলেন, এখন স্বাভাবিক আছি। সব পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। যাঁরা চিন্তায় ছিলেন, তাঁদের ধন্যবাদ। একইসঙ্গে আশ্বস্ত করতে চাই যে চিন্তার কোনও কারণ নেই।
দিলীপ বলেন, আমি একদম সুস্থ। বাড়িতে ক'দিন বিশ্রাম নিলে আরও সুস্থ হয়ে উঠব। একইসঙ্গে তিনি সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন। বলেন, সবাইকে সাবধানে থাকার জন্য বলছি। এখনও স্বাভাবিক অবস্থা আসেনি। নিজেকে সুরক্ষিত রেখে পুজো দেখুন।