রাফালের শস্ত্রপুজো: রাজনাথ যা করেছেন ঠিকই করেছেন, বললেন নির্মলা
বিজয়া দশমীর দিন ফ্রান্সের বর্দোয় দাসোর ফ্যাক্টরি থেকে প্রথম রাফাল যুদ্ধবিমানটি হাতে নেন রাজনাথ।

নয়াদিল্লি: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের রাফাল যুদ্ধবিমানের শস্ত্র-পুজোকে সমর্থন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর মতে, এটা ভারতীয় ঐতিহ্যের অন্তর্গত। নির্মলা বলেন, আমার মনে হয়, উনি (রাজনাথ) যা যা করেছেন, সবই ঠিক। এই দেশে এর (শস্ত্রপুজো) মাহাত্ম্য আছে। বিজয়া দশমীর দিন ফ্রান্সের বর্দোয় দাসোর ফ্যাক্টরি থেকে প্রথম রাফাল যুদ্ধবিমানটি হাতে নেন রাজনাথ। সেখানেই তিনি যুদ্ধবিমানটিকে শস্ত্রপুজো করেন। চাকায় লেবু রাখা হয়। বিমানের ফিউসিলেজে ‘ওম’ চিহ্ন এঁকে ফুল ছুঁড়ে নারকেল ফাটান রাজনাথ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর ট্রোলিং হয়। এরপর, যুদ্ধবিমানে চেপে প্রায় ৩০-মিনিট আকাশে চক্কর কাটেন। এক সাংবাদিক এই নিয়ে নির্মলাকে প্রশ্ন করলে, অর্থমন্ত্রীর পাল্টা প্রশ্ন, ভুল কোথায়? আপনার কাছে এটা অন্ধ ভক্তি হতে পারে। সেটা আপনার বিশ্বাস। কিন্তু, যারা পুজোটা বিশ্বাস করেন, তাঁদের পালন করতে দিন। উনি বিজয়াদশমীর দিন নতুন বিমানের পুজো করেছেন। ক্ষতি কী? এই দেশে এই সব জিনিসের একটা আলাদা গুরুত্ব আছে। উনি যা করেছেন, সব ঠিক করেছেন। নির্মলা যোগ করেন, একই ধরনের জিনিস আগের সরকারের আমলে এবং অন্য দেশেও হয়েছে।






















