Los Angeles wildfire : অনলগ্রাসে ২৪ টি প্রাণ, প্রায় ধ্বংসস্তুপ লস অ্যাঞ্জেলস, আগুনের গতি আরও বাড়ার সতর্কতা
Los Angeles Fire :

লস অ্যাঞ্জলস : একের পর এক অরণ্য চলে যাচ্ছে গ্রাসে। ঝলসে যাচ্ছে বন্যপ্রাণ। আলিশান বাংলো মুহূর্তে হচ্ছে ছাই। গাড়ি-বাড়ি-শহর সবকিছুই অনলগ্রাসে। ৬ পেরোলেও বাগে আসছে না লস অ্যাঞ্জেলসের বনাগ্নি। এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয়। এখনো দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না আবহবিদরা। কারণ আগুনের গতি বাড়ায় বিপজ্জনক ঝোড়ো বাতাস । আগামী কয়েকদিনে বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার ফলে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বনাগ্নি গ্রাসে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলস।
প্রবল গতিতে এখনও এগোচ্ছে আগুন। তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তা আরও বাড়িয়ে দিচ্ছে আগুনের গতি। ছড়াচ্ছে আগুন হু হু করে । ভস্মীভূত ৪০ হাজার একেররও বেশি জায়গা। অগ্নিবাণে নিঃশেষ ১২ হাজারর বাড়ি। লক্ষাধিক মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। শখের বাংলো চোখের সামনে হয়েছে ছাই। বাঁচানো যায়নি বহু হলিউড অভিনেতাদের বাড়ি। ঘরবাড়ি হারিয়েছেন অ্যান্টনি হপকিন্স, প্যারিস হিলটন , মেল গিবসন , বিলি ক্রিস্টাল সহ অনেক সেলেব্রিটি। আবার কয়েকটি জায়গায় নতুন করে ছড়িয়েছে আগুন।
কদিনের অগ্নিকাণ্ডে দূষণ হয়েছে মাত্রাছাড়া। কয়েকটি এলাকায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রচণ্ড আগুন বাতাস থেকে শুষে নিয়েছে জলীয় বাষ্প। বইছে আগুন-গরম হাওয়া। শুষ্ক ও উষ্ণ হাওয়ারই দাপট থাকবে আগামী কয়েকদিন, সতর্কতা জারি করেছে আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের অধিকর্তারা সতর্ক করেছেন, রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত বাতাসের গতি বাড়বে। ৯৬ কিমি প্রতি ঘণ্টায় ছুটবে বাতাস।
জুন এবং জুলাইয়ে দাবানলের ঘটনা আগেও ঘটেছে ক্যালিফর্নিয়ায়। তবে এমন সময় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে কেমন এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ? প্রকৃতির রূদ্ররূপ, নাকি কোনও ষড়যন্ত্র, নাকি আগুন আটকানোর পরিকাঠামোর ব্যর্থতা, খতিয়ে দেখা হচ্ছে। এখনও আগুন লাগার উৎস খুঁজে পাওয়া যায়নি। দক্ষিণ ক্যালিফর্নিয়ায় গত কয়েক মাস ধরেই বৃষ্টির অভাব, আবহাওয়া রুক্ষ্ম-শুষ্ক । তার জেরেই কি এমন দাবানল? খতিয়ে দেখা হচ্ছে।






















