Gyanvapi Masjid Case: 'শিবলিঙ্গ' মেলার দাবি, মসজিদের ওই চত্বর 'সিল' করার নির্দেশ আদালতের
Gyanvapi Court Order: যে চত্বরে ওই শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে সেই এলাকা 'সিল' করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাশাসককে নির্দেশ দিয়েছে বারাণসী আদালত।
নয়াদিল্লি: কোর্ট নির্দেশিত সমীক্ষা চলাকালীন জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে শিবলিঙ্গ মিলেছে বলে দাবি করা হয়েছিল। সেই বিষয়ে এবার কড়া নির্দেশ দিল আদালত। যে চত্বরে ওই শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে সেই এলাকা 'সিল' করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাশাসককে নির্দেশ দিয়েছে বারাণসী আদালত।
নির্দেশ কী?
সংবাদ সংস্থা সূত্রের খবর, আদালত নির্দেশ দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা সম্পূর্ণভাবে সিল করে দিতে হবে। ওই এলাকায় কোনও ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না। জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ বাহিনী, বারাণসীর সিআরপিএফ এই এলাকায় নিরাপত্তার জন্য দায়ী থাকবে বলে নির্দেশে বলা হয়েছে।
Gyanvapi mosque survey | Varanasi court orders DM Varanasi "to seal the area where a 'Shivling' has been found & prohibit the entry of any person to the area. DM, police commissioner, police commissionerate, &CRPF commandant Varanasi responsible for security of the sealed area."
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 16, 2022
কীসের ভিত্তিতে এমন নির্দেশ:
ওই মসজিদ চত্বরে তিন দিনের একটি সমীক্ষা করা হয়েছিল। তারপরেই দাবি করা হয়, ওই চত্বরে একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। তারপরেই একটি মামলা করা হয়। ওই দাবি পরেই বারাণসী আদালত বারাণসীর জেলাশাসককে ওই এলাকা সিল করে দেওয়ার নির্দেশ দেয়। এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
बुद्ध पूर्णिमा के अवसर पर ज्ञानवापी में बाबा महादेव के प्रकटीकरण ने देश की सनातन हिंदू परंपरा को एक पौराणिक संदेश दिया है।
— Keshav Prasad Maurya (@kpmaurya1) May 16, 2022
কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই রয়েছে এই জ্ঞানবাপী মসজিদ। সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি কয়েকজন মহিলা, সেখানে বাইরের দেওয়ালে থাকা মূর্তির পুজোর করার অনুমতি চেয়ে মামলা করেন। তারপরে আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদ চত্বরে একটি ভিডিওগ্রাফি সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। তিন দিন ধরে চলে সোমবার শেষ হয়েছে ওই সমীক্ষা, খবর সংবাদ সংস্থা সূত্রে। ওই সমীক্ষার রিপোর্ট জমা দেওয়া হবে আদালতের কাছে।
আরও পড়ুন: ফের শ্রীলঙ্কায় কার্ফু, সোমবার রাত থেকে শুরু