এক্সপ্লোর
আজ ৪৬-এ পড়লেন হৃতিক, জেনে নিন তাঁর নানা খুঁটিনাটি
ঠাকুমা ইরা বাঙালি, বিয়ে করেন পঞ্জাবি সঙ্গীত পরিচালক রোশনলাল নাগরথকে।
মুম্বই: ৪৬ বছরে পা দিলেন বলিউডের ‘গ্রিক ভগবান’ হৃতিক রোশন। ৬ বছর বয়সে কেরিয়ার শুরু করেন হৃতিক, আর এখন তো তাঁকে ছাড়া অসম্পূর্ণ বলিউড। জানেন কি, হৃতিকের শরীরে বাঙালি রক্ত বইছে? দেখুন তাঁর সম্পর্কে নানা তথ্য।
হৃতিকের জন্মদিন ১০ জানুয়ারি, ১৯৭৪। তাঁর আসল নাম হৃতিক রোশন নাগরথ। রাকেশ বাবা ও নাগরথ ঠাকুর্দার নাম। ঠাকুমা ইরা বাঙালি, বিয়ে করেন পঞ্জাবি সঙ্গীত পরিচালক রোশনলাল নাগরথকে। হৃতিকের প্রিয় খাদ্যের মধ্যে অন্যতম রসগোল্লা। তাঁর নামও রেখেছিলেন তাঁর ঠাকুমা। অভিনয় নয়, হৃতিকের পরিবার বরং সঙ্গীতের সঙ্গে যুক্ত। তাঁর সঙ্গীত জ্ঞান কার্যত জন্ম থেকে। জিন্দেগি না মিলেগি দোবারা ও গুজারিশ-এর মত ছবিতে তাঁকে গান গাইতে দেখা গিয়েছে।
ব্লকবাস্টার হিট কহো না পেয়ার হ্যায় দিয়ে ২০০০ সালে নায়ক হিসেবে বলিউডে পা রাখেন হৃতিক। সে বছরই বিয়ে করেন কৈশোরের প্রেমিকা সুজান খানকে। কিন্তু মন কষাকষির জেরে ১৪ বছর পর তাঁদের ডিভোর্স হয়ে যায়। তাঁদের দুই ছেলে, রেহান ও হৃধান। রেহানের বয়স ১৩ ও হৃধানের ১১। বৈবাহিক সম্পর্ক ছিন্ন হলেও হৃতিক-সুজানের সম্পর্ক যথেষ্ট উষ্ণ, দুই ছেলে নিয়ে এখনও এক সঙ্গে ঘুরতে যান তাঁরা। সে সব ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।
হৃতিক এক সাক্ষাৎকারে জানান, কহো না পেয়ার হ্যায় মুক্তির পর ৩০,০০০-এর বেশি বিয়ের প্রস্তাব পান। কিন্তু সব অনুরাগিনীর মন ভেঙে সে বছরই বিয়ে করে ফেলেন তিনি।
গত বছরটা দারুণ কেটেছে হৃতিকের। এশিয়ার সব থেকে সুদর্শন পুরুষের তকমা পেয়েছেন, সুপারহিট হয়েছে তাঁর ছবি সুপার ৩০।
একটা সময় চেন স্মোকার ছিলেন হৃতিক। কিন্তু ইজি ওয়ে টু স্টপ স্মোকিং নামে একটি বই তাঁর জীবন বদলে দেয়। বইটি পড়ে সিগারেটকে বরাবরের জন্য বিদায় জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement