এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লব আগরওয়াল, রয়েছেন হোম আইসোলেশনে
মার্চ মাসে প্রথম লকডাউন হওয়ার পরপরই করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের মুখ হয়ে উঠেছিলেন লব
নয়াদিল্লি: এবার করোনা হানা দিল খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে। কোভিড-১৯ আক্রান্ত হলেন কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লব আগরওয়াল। নিজেই ট্যুইট করে জানিয়েছেন সেই কথা। বর্তমানে সব নিয়ম মেনে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। সকলকে অনুরোধ করেছেন, যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরাও যেন নিজেদের খেয়াল রাখেন।
এদিন ট্যুইটে তিনি লেখেন, সকলকে এই তথ্য দিতে চাই যে, আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। গাইডলাইন অনুযায়ী, হোম আইসোলেশনে রয়েছি। সকল বন্ধু ও সহকর্মীদের অনুরোধ করছি, সেল্ফ -মোনিটরিং করুন। স্বাস্থ্যমন্ত্রক কন্ট্যাক্ট ট্রেসিং করছে। আশা করি সকলের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।
প্রসঙ্গত, মার্চ মাসে প্রথম লকডাউন হওয়ার পরপরই করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের মুখ হয়ে উঠেছিলেন লব। প্রতিদিন নিয়মিতভাবে সাংবাদিক সম্মেলন করে দেশে করোনার হাল-হকিকৎ বয়ান করতেন।Dear All,Just to inform that I have tested positive for Covid 19 and initiating home isolation as per guidelines. Requesting all my friends, colleagues for self monitoring. Contact tracing will be done by Health Team. Hoping to see everyone soon.
— lavagarwal (@lavagarwal) August 14, 2020