Heat Wave in India: ভারতে তাপপ্রবাহের চোখরাঙানি, এপ্রিল-জুনে গরমে নাজেহাল হবে ভারত?
India Weather: আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং হাতেগোনা কিছু কিছু এলাকা ছাড়া প্রায় সব জায়গাতেই প্রবল তাপপ্রবাহ অনুভূত হবে।
নয়াদিল্লি: প্রবল গরমে নাজেহাল হবে প্রায় গোটা ভারত। এমনই আশঙ্কার কথা শোনালেন আবহাওয়া বিজ্ঞানীরা। প্রতি বছর গ্রীষ্মেই ভারতের একটি বড় অংশে তাপপ্রবাহ দেখা যায়। কিন্তু এই বছরে নাকি তার মাত্রা আরও অনেকটাই বেড়ে যাবে। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।
কখন বেশি গরম:
এই বছরের এপ্রিল থেকে জুন মাসে প্রবল তাপপ্রবাহ দেখা যাবে ভারতে। ভারতের আবহওয়া দফতর (India Meteorological Department) এমনটাই পূর্বাভাস দিয়েছে। স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি হবে তাপপ্রবাহ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং হাতেগোনা কিছু কিছু এলাকা ছাড়া প্রায় সব জায়গাতেই প্রবল তাপপ্রবাহ অনুভূত হবে।
সমতলের ক্ষেত্রে তখনই তাপপ্রবাহ চলছে বলা হয় যখন। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। অথবা স্বাভাবিকের থেকে অন্তত সাড়ে চার ডিগ্রি বেশি থাকে তাপমাত্রা। উপকূলের ক্ষেত্রে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেলে, পার্বত্য এলাকার ক্ষেত্রে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেলে তাপপ্রবা হয়েছে বলে বলা হয়ে থাকে। এপ্রিলেই বিহার., ঝাড়খণ্ড, উত্তর প্রদেশে পূর্বদিক, ওড়িশা, পশ্চিমবঙ্গের কিছু এলাকা, ছত্তীসগঢ়ের উত্তরভাগ, মহারাষ্ট্রের পশ্চিমভাগ, পঞ্জাব ও হরিয়ানা, গুজরাতে তাপপ্রবাহ চলেছে।
Above normal heatwave days are likely to occur over most parts of central India, east India and northwest India during the hot weather season April to June 2023.@DDNewslive pic.twitter.com/AoRerEzZCy
— India Meteorological Department (@Indiametdept) April 1, 2023
গত দুই দশক ধরেই ভারতে তাপপ্রবাহের ঘটনা বৃদ্ধির ছবি দেখা যাচ্ছে। এই নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে The Lancet জার্নালে। গত অক্টোবরে প্রকাশিত ওই প্রবন্ধে লেখা হয়েছে, ২০০০-২০০৪ থেকে ২০১৭-২১ সালের মধ্যে ভারতে গরমের কারণে মৃত্যুর ঘটনা ৫৫ শতাংশ বেড়েছে। এই নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।
কাজের ক্ষেত্রেও চিন্তা?
গরমের কারণে শ্রমদিবসও নষ্ট হচ্ছে বলে জানানো হয়েছে ওই প্রবন্ধে। উৎপাদনশীলতা যেমন কমছে, তেমনই কমছে রোজগারও। ডিসেম্বরে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছে বিশ্ব ব্যাঙ্ক মনে করছে, ২০৩০ সাল থেকে ভারতে অন্তত ১৬ কোটি বা তারও বেশি বাসিন্দা তাপপ্রবাহের কারণে সমস্যায় পড়বে। অন্তত সাড়ে তিন কোটি ব্যক্তি কাজ হারাতে পারেন।
আরও পড়ুন: PPF-এ সুদ বাড়ায়নি সরকার, তাও কেন অন্য স্কিমের থেকে ভাল এই প্রকল্প ?