IMD Weather Alert : উঠবে প্রবল ঢেউ, তুমুল হাওয়া, আজ-কালের মধ্যেই দুর্যোগ-সম্ভাবনা, সতর্ক করল IMD
Cyclone Alert On Arabian Sea : আইএমডি সূত্র জানাল, বুধবার (২১ মে) থেকে আরব সাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা থেকে হতে পারে এই দুর্যোগ।

কলকাতা : মে মাসের একেবারে শেষ লগ্নে এসে বড় দুর্যোগের বার্তা দিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ২১ মে থেকে ২৪ মে-র মধ্যবর্তী সময়ে ঝড়-ঝঞ্ঝার সঙ্কেত দিল আবহাওয়া দফতর। আইএমডি সূত্র জানাল, বুধবার (২১ মে) থেকে সমুদ্রের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা থেকে হতে পারে এই দুর্যোগ। Firstpost এর প্রতিবেদনে প্রকাশ।
আইএমডি সূত্রে খবর, মহারাষ্ট্র ও গোয়ার উপকূলের কাছে আরব সাগরের উপর এই সিস্টেমটি তৈরি হয়েছে। তার জেরে তৈরি হতে পারে প্রতিকূল আবহাওয়া। এই বিষয়ে একটি সতর্কতা জারি করা হয়েছে। আজই সমুদ্রের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তা ধীরে ধীরে তীব্র হয়ে শনিবার (২৪ মে) নাগাদ উত্তর দিকে অগ্রসর হতে পারে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই তথ্য শেয়ার করেছে। এর জেরে মানব জীবন বিপর্যস্ত হতে পারে বলে মনে করছে না আইএমডি। এখনই এমন কোনও সঙ্কেত নেই। তবে মনে করা হচ্ছে , সমুদ্র উত্তাল হতে পারে। যদিও মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে বড় কোনও সতর্কতা এখনও জারি করা হয়নি।
আইএমডি জানিয়েছে যে আবহাওয়া সিস্টেমের জন্য সমুদ্র অস্থির থাকবে। বড় বড় ঢেউ উঠতে পারে। উত্তাল হবে সমুদ্র। এর প্রভাব বিশেষ করে ২২ থেকে ২৪ মে এর মধ্যে অনুভূত হবে। এই সময় রায়গড়, রত্নগিরি, মুম্বই এবং পালঘরের মতো উপকূলীয় অঞ্চলের কাছাকাছি সমুদ্র উত্তাল হতে পারে। প্রবল বৃষ্টিও হতে পারে।
অন্যদিকে, ২০ মে সকালের দিকে প্রবল প্রাক-বর্ষার বৃষ্টিতে ভাসছে বেঙ্গালুরু। রাস্তাঘাট জলের তলায়। শহরজুড়ে তীব্র যানজট। ভারতীয় আবহাওয়া বিভাগের হিসেব বলছে, ১৯ মে সকাল ৮.৩০ টা থেকে ২০ মে পর্যন্ত, বেঙ্গালুরু সিটি স্টেশনে ৩৭.২ মিমি বৃষ্টিপাত হয়েছে এবং বেঙ্গালুরু এইচএএল বিমানবন্দর স্টেশনে ৪৬.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে ।
এদিকে বাংলার জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাচর বাতাস বইবে। এই সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে । বৃষ্টি সত্ত্বেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই । আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত।






















