এক্সপ্লোর
Advertisement
পটনায় জে ডি ওমেন’স কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ বোরখা, বিক্ষোভ ছাত্রীদের একাংশের
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ছাড়া সমস্ত পড়ুয়াকে নির্দিষ্ট ড্রেস কোডে কলেজে আসতে হবে। ছাত্রীরা কেউ বোরখা পরতে পারবেন না। নিয়ম না মানলে ২৫০ টাকা জরিমানা করা হবে।
পটনা: পটনার একটি কলেজে নিষিদ্ধ হল বোরখা। মুসলিম মহিলারা আর বোরখা পরে ঢুকতে পারবেন না জে ডি ওমেন’স কলেজ ক্যাম্পাসে, জারি হয়েছে বিজ্ঞপ্তি।
সম্প্রতি কলেজের তরফে জারি করা হয়েছে একটি নোটিস। তাতে সই আছে প্রোক্টর ও প্রিন্সিপলেরও। ছাত্রীদের এই নতুন ‘ড্রেসকোড’ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়ম অমান্য করলে ২৫০ টাকা জরিমানাও করা হবে বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বোরখা পরা নিষিদ্ধ করলেও, ঠিক কী ধরনের পোশাক পরার অনুমতি কলেজে থাকছে, তা নিয়ে কিছু বলা নেই নির্দেশিকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ছাড়া সমস্ত পড়ুয়াকে নির্দিষ্ট ড্রেস কোডে কলেজে আসতে হবে। ছাত্রীরা কেউ বোরখা পরতে পারবেন না। নিয়ম না মানলে ২৫০ টাকা জরিমানা করা হবে।
শনিবার এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই ছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে।
কলেজের প্রিন্সপাল শ্যামা রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বোরখা পরে ছাত্রীরা ক্লাসে এলে তাঁদের চিনতে অসুবিধে হয়। এক্ষেত্রে ধর্মবিভেদের কোনও স্থান নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement