ABP CVoter 2022 Election Survey: গেরুয়া শিবিরের হাতেই উত্তরপ্রদেশ? নাকি মসনদে অন্য কেউ?
ABP News CVoter Survey; ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট দিয়ে শুরু হয়ে যাচ্ছে ৫ রাজ্যে বিধানসভা ভোটের পর্ব!
নয়াদিল্লি: ভয়ঙ্কর কোভিড পরিস্থিতি (Covid Situation)! বিপুল বেকারত্ব । কর্মসংস্থানে হাহাকার। সঙ্গে কৃষি আইন প্রত্যাহার! একের পর এক ইস্যুকে সামনে রেখে আগামী ১০ ফেব্রুয়ারি, ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রথম দফার ভোট দিয়ে শুরু হয়ে যাচ্ছে ৫ রাজ্যে বিধানসভা ভোটের পর্ব!
দেশের সবচেয়ে বড় বিধানসভা উত্তরপ্রদেশের ( Uttar Pradesh ) ৪০৩টি আসনে ভোট ৭ দফায়। যে ইস্যুগুলি এবার উত্তরপ্রদেশ ভোটের ক্ষেত্রে কি-ফ্যাক্টর হতে পারে, তা হল -
- রামমন্দির নির্মাণের সাফল্য
- লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ড
- হাথরস কাণ্ড
- উন্নাওকাণ্ড
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া ও পাঞ্জাব- এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে CVoter-এর সঙ্গে জোট বেঁধে ভোটারদের মনোভাব বুঝতে সমীক্ষা চালায় এবিপি নিউজ। সেই অনুযায়ী সমীক্ষা চলে দেশের অন্যতম সর্ববৃহৎ এই বিধানসভা নিয়েও।
সবকিছু মাথায় নিয়েই এবার লড়াইয়ে নামতে চলেছে ক্ষমতাসীন বিজেপি। পরিবর্তিত পরিস্থিতিতে গেরুয়া শিবিরের পারফরম্যান্স কেমন হবে? যোগী-ম্যাজিকে ভর করে কি এবার উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারবে গেরুয়া শিবির? সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হতে পারে ২২৫-২৩৭টি আসনে অর্থাৎ উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারে গেরুয়া শিবির। ১৩৯ থেকে ১৫১টি আসন দখল করতে পারে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। মায়বতীর বহুজন সমাজ পার্টি ১৩ থেকে ২১।
প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস জিততে পারে মাত্র ৪ থেকে ৮টি আসনে। ২ থেকে ৬টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি পেতে পারে ৪১ শতাংশ ভোট। ৩৫ শতাংশ ভোট যেতে পারে সমাজবাদী পার্টির ঝুলিতে। এ ছাড়াও বিএসপি ১৪ শতাংশ। কংগ্রেস ৭ শতাংশ এবং অন্যরা প্রায় ৩ শতাংশ ভোট পেতে পারে।
ডিসক্লেমার : ১১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে এই সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ৫ রাজ্যে ১ লক্ষ ৩৬ হাজার ৫৭৯ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা।