Bihar Boiler Explosion: বিহারে নুডলস তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬, আশঙ্কাজনক বহু
Bihar Boiler Explosion Update: বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল বিহারের মুজজফরপুরে। রবিবার সকালে নুডলস তৈরির কারখানায় এই বিস্ফোরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় বহু শ্রমিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
বিহার: বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ বিহারের (Bihar) মুজজফরপুরে (Muzaffarpur)। এদিন সকালে নুডলস তৈরির কারখানায় এই বিস্ফোরণ হয়। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলাশাসক প্রণব কুমার সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করা হয়েছে।
Bihar | Five people have died & six injured in boiler blast in a noodle factory in Muzaffarpur. Further investigation is underway: District Magistrate Pranav Kumar pic.twitter.com/wUakaFhMtd
— ANI (@ANI) December 26, 2021
এর আগে মুজফফরপুরের এসএসপি জয়ন্ত কান্ত বলেন, "এখনও পর্যন্ত ৫ থেকে ৬ জনের মৃত্যু হয়েছে। কিছু গাফিলতির তথ্য উঠে এসেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।''
#UPDATE | Rescue operation is underway. Around 5-6 injured persons have been rushed to the hospital, reports of some casualties: Muzaffarpur SSP Jayant Kant#Bihar pic.twitter.com/iN86ABsyxs
— ANI (@ANI) December 26, 2021
জানা গিয়েছে, বিস্ফোরণের (Blast) মাত্রা এতটাই তীব্র ছিল যে ওই কারখানা থেকে ৫ কিলোমিটার দূরেও আওয়াজ শোনা গিয়েছে। ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে সেখানে যায় ৫টি দমকলের গাড়ি। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে আশেপাশের একাধিক বাড়িও। স্থানীয়রা জানান, এদিন বেলায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। একইসঙ্গে কেঁপে ওঠে তাঁদের বাড়ি। জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় কারখানায় কতজন কাজ করছিলেন তাও জানা যায়নি।
আরও পড়ুন: Madhyapradesh Panchayat Polls: ওমিক্রনের জের, মধ্যপ্রদেশে পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত রাজ্য সরকারের