Coronavirus Cases India: দেশে একদিনে সংক্রমিত রেকর্ড ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০, ২৪-ঘণ্টায় মৃত্যু ৩২৯৩ জনের
Coronavirus Cases India 28 April দেশে মোট মৃতের সংখ্যা পার করল ২ লক্ষ
![Coronavirus Cases India: দেশে একদিনে সংক্রমিত রেকর্ড ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০, ২৪-ঘণ্টায় মৃত্যু ৩২৯৩ জনের Coronavirus Cases India Updates 360960 New COVID-19 3293 Plus Death Records Today in last 24 Hours corona Total Death Count Cross 2 Lakhs Coronavirus Cases India: দেশে একদিনে সংক্রমিত রেকর্ড ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০, ২৪-ঘণ্টায় মৃত্যু ৩২৯৩ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/882592f3c900d60bdf16c0a049ae5ad3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতে ভয়ঙ্কর করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যায় বিশ্বে সর্বকালীন রেকর্ড। একদিনে মৃত্যুর সংখ্যাও ৩ হাজার পেরিয়ে ছাপিয়ে গেল আগের সব পরিসংখ্যান। দেসে মোট মৃত্যুর সংখ্যাও ২ লক্ষ ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মঙ্গলবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪। আর সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১।
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড। মঙ্গলবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৭১ । সোমবার একদিনে মৃত্যু হয়েছিল ২ হাজার ৮৮২ জনের।
ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ। দেশে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে মারা গিয়েছেন ২ লক্ষ ১ হাজার ১৮৭ জন।
এখনও পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। আরোগ্য লাভ করেছেন ১ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার ৩৭১ জন।
দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন। ভ্যাকসিন নিয়েছেন ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭ জন।
দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। দিল্লিতে একদিনে মৃত্যুর সংখ্যা ৩৮১।
গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। রাজ্যে আসছে ১০ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ। পুণে থেকে কোভিশিল্ডের যে ডোজ আসছে, তার মধ্যে ৬ লক্ষ রাখা হবে হেস্টিংসে কেন্দ্রীয় স্টোরে। বাকি ৪ লক্ষ বাগবাজারে রাজ্য সরকারের স্টোরে রাখা হবে।
বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ লক্ষ ৩০ হাজার ৭৮৭ জনের। আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৮৩ লক্ষ ২১ হাজার ৪৫৬। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮ কোটি ৫৯ লক্ষ ৪৫ হাজার ৩৯৩ জন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)