Fuel Price Hike Protest: দড়ি দিয়ে অটো টানলেন শশী, সাইকেল চড়লেন তেজস্বী, পেট্রোপণ্যের প্রতিবাদে জারি বিরোধীদের অভিনব প্রতিবাদ
তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুরের নেতৃত্বের দড়ি দিয়ে অটো টানলেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এদিকে পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে এদিন সাইকেলে চড়ে বিহার বিধানসভার পথ ধরলেন তেজস্বী যাদব।
নয়াদিল্লি: বাড়তে থাকা পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিনব প্রতিবাদ। জম্মু থেকে কেরল, বাংলা-বিহার সব জায়গাতেই বিরোধীরা সুর চড়াচ্ছেন আক্রমণের। শুক্রবার কংগ্রেসের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে করলেন এক অভিনব প্রতিবাদ। তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুরের নেতৃত্বের দড়ি দিয়ে অটো টানলেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এদিকে পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে এদিন সাইকেলে চড়ে বিহার বিধানসভার পথ ধরলেন তেজস্বী যাদব।
বৃহস্পতিবারই বঙ্গের জনগণ পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রতিবাদ দেখেছে। গাড়ি ছেড়ে ইলেকট্রিক স্কুটারে করে তিনি কালীঘাট থেকে নবান্নের পথ ধরেছিলেন। যে সময় তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পিছনে বসলেও ফেরার সময়ে নিজেই স্কুটির হাল ধরেন তিনি। স্কুটি চালানোর ক্ষেত্রে হাত অপটু হলেও প্রতিবাদের চেনা ভাষার ঝাঁঝ ফের একবার বাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেরল সেক্রেটারিয়েটের সামনে একটি অটোকে দড়িতে বেঁধে টানলেন শশী থারুররা। বরাবরই মোদি সরকারকে আক্রমণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন এই কংগ্রেস নেতা। এবার তাঁর সঙ্গে ক্রমে বিজেপি বিরোধী মুখ হিসেবে উঠে আসছেন লালুপুত্র তেজস্বী যাদব। আপাতত বিহার বিধানসভায় চলছে বাজেট অভিবেশন। আর যার শুরু থেকেই পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ থেকে কৃষক আন্দলনের সমর্থন, সব ইস্যুতেই প্রতিবাদ জানাতে অভিনব পন্থা নিয়েছেন তেজস্বী।
মাঝে একদিন ট্র্যাক্টর চালিয়ে সংসদে এসেছিলেন তিনি। এবার সাইকেল চড়ে এসে নিজের প্রতিবাদ জানানোর পাশাপাশি তেজস্বীর তীব্র আক্রমণ, কিছুদিন আগেই ভোট প্রচারের মাঝে বিজেপি কথা দিয়েছিল দেশের মূল্যবৃদ্ধি কমাবে। এখন দেখা যাচ্ছে সবই ফাঁকা আওয়াজ ছিলয উল্টে রোজই জ্বালানির দাম বাড়ছে। ঘিরে ধরছে আরও মূল্যবৃদ্ধির আতঙ্ক।
দেশে যেভাবে জ্বালানি ও পেট্রোপণ্যের দাম ক্রমশ বেড়ে চলেছে, তা এখনও আয়ত্ত্বের মধ্যে না আনতে পারলে দেশে মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
প্রতিবাদ অভিনবত্বের পথ আবার সবসময় শান্তিপূর্ণ থাকেনি। জম্মুতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেমে স্কুটারে আগুন লাগিয়ে তা পুড়িয়ে দেয় শিব সেনা।