Himachal Pradesh: হিমাচল প্রদেশে রোপওয়ে বিভ্রাট, উদ্ধার ২, এখনও আটকে ৯ জন
Himachal Pradesh Ropeway Accident: পারওয়ানে মাঝপথে রোপওয়েতে এখনও আটকে ৯ জন পর্যটক। মাঝপথে রোপওয়েতে যান্ত্রিক ত্রুটি, আটকে পড়েন ৯ জন পর্যটক। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামল হেলিকপ্টার।
নয়াদিল্লি: ঝাড়খণ্ডের পর এবার হিমাচল প্রদেশে রোপওয়ে (Ropeway) বিভ্রাট। হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) সোলানে মাঝপথে আটকে রোপওয়ে। পারওয়ানে মাঝপথে রোপওয়েতে এখনও আটকে ৯ জন পর্যটক। মাঝপথে রোপওয়েতে যান্ত্রিক ত্রুটি, আটকে পড়েন পর্যটকরা। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামল হেলিকপ্টার। আটক পর্যটকদের উদ্ধারে নামল এনডিআরএফ। সকাল থেকে দীর্ঘক্ষণ রোপওয়েতে আটক পর্যটকরা। এপ্রিলে দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা, প্রাণ হারান ৩ পর্যটক।
#WATCH | Himachal Pradesh: Rescue operation underway at Parwanoo Timber Trail where a cable car trolly with tourists is stuck mid-air.
— ANI (@ANI) June 20, 2022
2 people have been rescued, 9 are still stranded. NDRF team shortly to reach the spot: Dhanbir Thakur, SDM Kasauli pic.twitter.com/gygYHK0II0
হিমাচল প্রদেশে রোপওয়ে বিভ্রাট: ওই রোপওয়েতে (Ropeway) মোট ১১ জন ছিলেন। সোলান জেলার পুলিশ সুপার জানিয়েছেন, সংশ্লিষ্টদের উদ্ধারের জন্য কেবল ট্রলি মোতায়েন করা হয়েছে। টিম্বার ট্রেইলে টেকনিক্যাল টিম মোতায়েন করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পারওয়ানুর ডিএসপি প্রণব চৌহান বলেন, "মোট ১১ জন ছিলেন। তার মধ্যে রয়েছেন দু জন বয়স্ক নাগরিক এবং ৪ জন মহিলা রয়েছেন। গত দেড় ঘণ্টা ধরে আটকে রয়েছেন তাঁরা। উদ্ধার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।''
এর আগে দেওঘরে ত্রিকূট পাহাড়ে ভেঙে পড়ে রোপওয়ে । রোপওয়ে ভেঙে মৃত্যু হয় ৩ মহিলার, গুরুতর জখম হয় ৭। উদ্ধারে ডাকা হল সেনা ও আধাসেনাকে। রোপওয়ে দুর্ঘটনায় (deoghar ropeway accident ) ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ৭ জন। আহতদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের তরফে সেনা ও আধা সামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। সাহায্য নেওয়া হয় বায়ুসনার (air force ) হেলিকপ্টারের। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে যাঁরা রোপওয়েতে আটকে ছিলেন, ২২ ঘণ্টা ধরে তাঁদের কাছে জল ছিল না। মাটি থেকে ৮০০ মিটার উঁচুতে ওই রোপওয়েতে ফেঁসে ছিলেন বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের পর্যটকরা।
আরও পড়ুন: Train Cancel: অগ্নিপথ বিক্ষোভের আঁচ, ফের ট্রেন বাতিল ঘোষণা পূর্ব রেলের