India Corona Update: করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ
একদিনে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৪৬ জন।
নয়াদিল্লি: দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬১৬।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ২৪ হাজার ৪১৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার ৩১৯ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৪৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয় ৩১৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩৮২। একদিনে সুস্থতার সংখ্যা ছিল ৩২ হাজার ৫৪২ জন।
আরও পড়ুন: Malda: ফের জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু মালদায়
এদিকে সাতশো পেরিয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। শুক্রবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৪,৮৮৩ জন। সরকারি হিসেব অনুযায়ী ২৪ সেপ্টেম্বর রাজ্যে করোনায় আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৬৮৯ গতকালের তুলনায় ১৩ জন কম।
উল্লেখ্য করোনার প্রকোপের মধ্যেই আতঙ্ক বাড়াচ্ছে শিশুদের অজানা জ্বর। জ্বরে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচমাসের গৌর মণ্ডলের বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলা এলাকায়। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল ওই শিশু। গতকাল মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। কাল রাতেই মৃত্যু হয় শিশুর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুর হৃদযন্ত্রে সমস্যা ছিল। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আনা হয়েছিল। চিকিত্সার সুযোগই মেলেনি বলে দাবি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার পুরঞ্জয় সাহার। এই নিয়ে মালদা জেলায় গত ৯ দিনে শিশু-সহ ৯ জনের মৃত্যু হল।
আরও পড়ুন: Dengue-Malaria: ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ, ৮ পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর