India Corona Update: দেশে কমল দৈনিক সংক্রমণ, একদিনে বাড়ল মৃতের সংখ্যা
একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৫০ জন। দৈনিক সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭ হাজার ৩১৭। সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৫৯ শতাংশ।
নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ (Daily Corona Case) কমলেও এখনও তা ২ হাজারের উপরেই। গতকালের তুলনায় বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা (Death Toll)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪৮৭ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২৪১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ২৩ হাজার ৬২১। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৫০ জন। দৈনিক সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭ হাজার ৩১৭। সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৫৯ শতাংশ।
#COVID19 | India reports 2,202 fresh cases, 2,550 recoveries, and 27 deaths in the last 24 hours.
— ANI (@ANI) May 16, 2022
Total active cases are 17,317. Weekly positivity rate is presently at 0.59% pic.twitter.com/HWYntrCyh4
অন্যদিকে টানা নয় দিন মৃত্যু-শূন্য রাজ্যে। রবিবারের রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি। একদিনে কমেছে সংক্রমণও। একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত ৪০ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৫৭। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৫০।
রাজ্য স্বাস্থ্য দফতরের রবিরারের বুলেটিন অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন আক্রান্ত হওয়ায় রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৮৬০।
- করোনামুক্ত হয়ে গত ১৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫ জন। এনিয়ে মোট সুস্থের সংখ্যা ১৯ লক্ষ ৯৭ হাজার ২৪১। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
- গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। অর্থাৎ মৃতের সংখ্যা রয়েছে ২১ হাজার ২০৩-এই।
- গত এখদিনে ৮ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট পরীক্ষার সংখ্যা ২৫, ১৭৩, ০৯৯।
আরও পড়ুন: PM Kisan Scheme: পিএম কিষাণের জন্য আবেদন করেছিলেন ? তালিকা প্রকাশ করেছে সরকার