Farmers Protest Called Off:কেন্দ্রের প্রস্তাবে সম্মতি, ৩৭৮ দিন পর কৃষক আন্দোলনের সমাপ্তি ঘোষণা সংযুক্ত কিষাণ মোর্চার
কৃষকদের বকেয়া দাবি সম্পর্কে কৃষি সচিবের স্বাক্ষর সম্বলিত চিঠি পাঠানো হয়। এরপর সংযুক্ত কিষান মোর্চার বৈঠক হয়। বৈঠকের পর আন্দোলন সমাপ্তির ঘোষণা করা হয়।
নয়াদিল্লি: কেন্দ্র সরকারের কাছ থেকে পাওয়া প্রস্তাব সম্পর্কে সহমতের পর শুক্রবার কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে চলতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষকদের বকেয়া দাবি সম্পর্কে কৃষি সচিবের স্বাক্ষর সম্বলিত চিঠি পাঠানো হয়। এরপর সংযুক্ত কিষান মোর্চার বৈঠক হয়। বৈঠকের পর আন্দোলন সমাপ্তির ঘোষণা করা হয়। শনিবার থেকে ঘরে ফিরতে শুরু করবেন আন্দোলনকারী কৃষকরা।
সরকারের পাঠানো লিখিত প্রস্তাবে বলা হয়েছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রের ঘোষিত কমিটিতে কেন্দ্র ও রাজ্যগুলির আধিকারিকদের পাশাপাশি কৃষক সংগঠনগুলির প্রতিনিধি ও কৃষি বিশেষজ্ঞদের রাখার কথা জানানো হয়েছে। এখন স্পষ্ট করা হচ্ছে যে, এই কমিটিতে সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিরাও থাকবেন। এছাড়াও আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আন্দোলন চলাকালে নিহত কৃষকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ সংক্রান্ত আশ্বাসও প্রস্তাবে দেওয়া হয়েছে।
আগেই আভাস মিলেছিল যে, আজই গত ১৪ মাস ধরে চলা কৃষক আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হতে পারে।গতকালই সংযুক্ত কিষাণ মোর্চার পাঁচ সদস্যের একটি প্যানেল আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় খসড়া প্রস্তাব প্যানেল গ্রহণ করে বলে জানা যায়। কেন্দ্রের দ্বিতীয় খসড়া প্রস্তাবের মধ্যে ছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সংক্রান্ত আশ্বাস। সেইসঙ্গে রয়েছে বিভিন্ন রাজ্যে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের আশ্বাস।
কমিটির যে এক সদস্য এ ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছিলেন, সেই অশোক ধাওয়ালে বলেছেন, তাঁরা সরকারের কাছ থেকে একটি সংশোধিত খসড়া প্রস্তাব পেয়েছেন, যাতে আন্দোলনকারীদের প্রস্তাব মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ধাওয়ালে বলেছেন, আমরা প্রস্তাবের চূড়ান্ত প্রতিলিপি
বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ পাব। এরপর সিঙ্ঘুতে সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদের বৈঠকের পর আমরা আন্দোলনের তীব্রতা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব।
কেন্দ্র ফসলের অবশেষ পোড়ানোর ঘটনায় কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের আশ্বাস কেন্দ্র দিয়েছে। সেইসঙ্গে বিদ্যুত সংশোধিত বিল ও আন্দোলনের সময় নিহত কৃষকদের আত্মীয়দের পাঁচ লক্ষ টাকা ও চাকরি দেওয়ার ব্যাপারেও রাজি হয়েছে কেন্দ্র।
উল্লেখ্য, তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন শুরু হয়েছিল। সম্প্রতি সেই তিন আইন প্রত্যাহার করা হয়েছে।